একটানা ৪০ ঘণ্টা ভিডিও গেম খেলে তাইওয়ানের একটি সাইবার ক্যাফেতে মারা গেছেন ১৮ বছর বয়সী এক তরুণ। ধারণা করা হচ্ছে, ‘ডায়াব্লু-৩’ নামের ভিডিও গেমটির কোনো একটি লম্বা সেশন খেলতে গিয়ে তিনি মারা যান।
দ্য সানের অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে আজ বুধবার বলা হয়, দক্ষিণ তাইওয়ানের তাইনান এলাকার একটি সাইবার ক্যাফের কর্মীরা ওই তরুণকে মৃত অবস্থায় উদ্ধার করেন। তাঁর ডাকনাম চুয়াং। তবে তাঁর পুরো পরিচয় এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, মৃত্যুর আগে চুয়াং টানা দুই দিন না খেয়ে ছিলেন।
প্রতিবেদনে বলা হয়, সাইবার ক্যাফের একজন কর্মী রোববার সকালে ঘরে ঢুকলে দেখতে পান চুয়াং একটি টেবিলের ওপরে শুয়ে আছেন। তিনি ডাকলে চুয়াং উঠে দাঁড়ান, কয়েক পা এগোন, এরপর মাটিতে পড়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিত্সকেরা চুয়াংকে মৃত ঘোষণা করেন।
পুলিশ মৃত্যুর সঠিক কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। ইতিমধ্যে চুয়াংয়ের দেহের একটি ময়নাতদন্তও সম্পন্ন হয়েছে।
চিকিত্সকেরা ধারণা করছেন, দীর্ঘ সময় চেয়ারে বসে থাকার ফলে তাঁর হূদ্যন্ত্রে সমস্যা দেখা দিয়েছিল।
তাইওয়ানে এ বছর গেম খেলতে গিয়ে এটা দ্বিতীয় কোনো ব্যক্তির মৃত্যুর ঘটনা। গত ফেব্রুয়ারিতে রাজধানী তাইপেতে কম্পিউটারের মুখোমুখি বসা এবং হাত কি-বোর্ডের পাশে ছড়ানো অবস্থায় এক মৃত ব্যক্তিকে পাওয়া যায়। তিনি ২৩ ঘণ্টা ধরে গেম খেলছিলেন। হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ওই ব্যক্তি।
--প্রথম আলো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




