সাইকেল চুরি নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছে।
বুধবার রাত ১২টার দিকে শাহ্ মখদুম (এসএম) হলে এ ঘটনা ঘটে।
আহতদের বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গত ৯ জুন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আওয়াল কবির জয়ের অনুসারী ফেরদৌস হোসেন একই হলের ছাত্র ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপুর অনুসারী মিঠুন কুমার হালদারের একটি সাইকেল চুরি করে।
বিষয়টি প্রমাণিত হলে হল কর্তৃপক্ষ ও ছাত্রলীগ নেতারা ফেরদৌসকে দুই হাজার টাকা জরিমানাসহ তাকে ১৫ জুনের মধ্যে হল ছাড়তে বলে।
ফেরদৌস হল না ছাড়ায় মিঠুন ও অপুর আরেক অনুসারী তুহিন বুধবার রাত ১২টার দিকে তাকে বেরিয়ে যেতে বলে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ফেরদৌসসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে তুহিন ও মিঠুনকে ধাওয়া করে।
এ সময় অপুর অনুসারী ৮-১০ জন কর্মী ফেরদৌসদের ধাওয়া করে। এক পর্যায়ে ফেরদৌসকে সামনে পেয়ে রড ও হকিস্টিক দিয়ে তারা তাকে পেটায়।
পরে অন্য ছাত্ররা ফেরদৌস, তুহিন ও মিঠুকে আহতাবস্থায় উদ্ধার করে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করায়।
তুহিন বলেন, "ফেরদৌসকে হল ছেড়ে যেতে বললে সে উল্টো আমাদের উপর হামলা চালায়। পরে অন্যরা তাকেই ধাওয়া করে।"
ফেরদৌস এমএম হলে অনেক চুরির ঘটনায় জড়িত বলে অভিযোগ করেন তুহিন।
তবে ফেরদৌস এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, "ষড়যন্ত্র করে আমাকে হল থেকে বিতাড়নের চেষ্টা করা হচ্ছে। হল ছাড়তে চাইনি বলে আমাকে মারধর করা হয়।"
সংঘর্ষ সম্পর্কে জানতে চাইলে রাবি শাখা ছাত্রলীগ সভাপতি জয় বলেন, "এ বিষয়ে রাতেই মিমাংসা হয়েছে। ফেরদৌসকে বৃহস্পতিবার হল ছাড়তে বলা হয়েছে।"
এ বিষয়ে হল প্রাধ্যক্ষ ড. দুলাল চন্দ্র রায় বলেন, সাইকেল চুরির বিষয়টি প্রমাণিত হওয়ায় এর আগে ফেরদৌসকে হলের বাইরে থাকতে বলা হয়। দুই-এক দিনের মধ্যে তার সিট বরাদ্দ বাতিল করা হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




