রাতের শেষে ভোর আসে ধ্রুবসত্য
কোন শক্তিই তা আটকাতে পারে না
মেঘের গর্জন যত ভয়ংকরই হোক না কেন, কতক্ষন থাকে বল?
অঝোর বৃষ্টিতে থেমে যায় তার গর্জন.........
বিশ্বাসীরা কি এত সহজেই টলে পড়ে?
ভাবছ হুংকার দিলেই দৌড়ে পালাব?
অসম্ভব, অকল্পনীয়, আকাশ কুসুম সে ভাবনা।
বরং আমরা তো জানি
হুংকান ছেড়ে শয়তান নিজেই পালায়
মায়ের উদর থেকে পা রেখেছি তো সংগ্রামের জন্যই
কফিনের ভয় দেখাও
আরে কফিনে জড়িয়েই তো লড়াইয়ে নেমেছি
খুব আত্মতৃপ্তি পাও তাই না?
ভাবছো ভয় পেয়ে গেছি
শোন চিৎকার দিয়ে বলছি
সত্যের সঙঘ্রামে ফোটা ফুল
ভেঙ্গে দেয় শত শৃংখল
তুমি আমাকে কারাগারে অন্ধ প্রকোষ্ঠে ফেল
আমি তোমাকে ছুড়ছি একটি সাদা গোলাপ...........................
জেনে রাখো ভোর আসবেই
আঁধার কেটে যাবেই............
তখন কি একটুও লজ্জা পাবে না?
তাই বলি কি ফিরে এসো সেখানে
যেখানে সত্য আছে, মুক্তি আছে।
নতুবা হে বন্ধু শুনে রাখো
আলো আসলেই দৌড়ে পালায় আঁধারীরা..............................
দেখো ঐ আসে ভোর...........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




