সাকিবকে নিয়ে আমাদের চুলকানির শেষ নাই। সে এখন যা কিছুই করুক না কেন সমালোচনার গন্ধ খুঁজে ফিরবে কিছু মানুষ। সাকিব কোন মহা মানব না। আমাদের মতই রক্তে মাংসে গড়া মানুষ। তবে এটা ঠিক,সে যে মানের প্লেয়ার তাতে তার আচরণে আরেকটু সহনশীল হওয়া উচিৎ। তাই বলে এতকিছু!!! আমি তুলনা দিতে চাইনা তারপরও বলি সাকিব মাঝ মাঠে দাড়িয়ে কখনো কোহেলির মতন মিডল ফিঙার দেখায়নি তবুও কোহেলি অন্নেক কিউট!!! হানড্রেড মারার পর গালি দিয়ে তা উদযাপন করেনি। তারপরেও কোহেলি হ্যান্ডসাম!!
আসুন নিজেকে সাকিবের জায়গায় দাড় করিয়ে একটা ব্যাপার ভেবে দেখি। ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। পাশ দিয়ে যাওয়ার সময় কেউ একজন আপনার স্ত্রী/মা/বোনকে নিয়ে এমন অশালীন কথা বললো যা কোন স্বাভাবিক মানুষ গ্রহণ করতে পারার কথা না। সেক্ষেত্রে আপনি কি করবেন জানিনা। অন্তত আমি মেনে নিতাম না। সেক্ষেত্রে নিজেকে শান্ত করার বুটিকা কলিকাতা হারাবালে পাওয়া যায় কিনা জানিনা। তাই ঐসব সমালোচকদেরকে বলছি, ভাই পাইলে এনে দিয়েন। আর আমাদের দেশের বস্তির অশিক্ষিত টিনেজ পুলাপানগুলানের মুখ দিয়ে যে কি অমিয়বাণী নির্গত হতে পারে তা আপু সমাজ সবথেকে ভালো জানে। এক্ষেত্রে অনেকের কমেন্ট এরকম, ‘এটা নিয়ে সাকিবকে রাগারাগি করা মোটেও ঠিক হয়নি। উচিৎ ছিল তার সাথে কোলাকুলি করা। এক জায়গায় বসে দুই একটা পান সিগারেট খাওয়া। তারপর তার পিঠ চাপড়ে বাহবা দেয়া!!!’
যারা ক্রিকেট খেলে তাদের কাছে ক্রিকেটই ধ্যান জ্ঞান। এটা তাদের নেশা-পেশা। আর সাকিবের মত প্লেয়ার ক্রিকেট পুজো করে তাই সে সাকিব। আমার আপনার মতন না। নিজে কোনদিন একটা কাঠের বল হাতে নিয়ে দেখিনি তারপরও টিভির সামনে বসে বিরাট বিরাট বুলি আওরায়,ধুর শটটা এভাবে খেললে কি হত!!! ভাইরে এতই সহজ!!!!
ধরে নিলাম সাকিব কোচকে কথাগুলো বলছে যে ‘সে দেশের হয়ে আর ওয়ানডে আর টেস্ট ক্রিকেট খেলবেনা।’
ক্রিকেট হল একজন ক্রিকেটারের ধ্যান জ্ঞান। অন্তত একজন ভালো ক্রিকেটারের কাছে। সে স্বপ্ন দেখে ক্রিকেট নিয়ে। সে দেশের হয়ে ম্যাচ খেলবে,আইপিএলে খেলবে,সিপিএলে খেলবে। ভালো কোন জায়গায় খেলতে যাওয়া একটা আবেগ কাজ করে। নিজেকে ধন্য মনে করে। এখানে শুধুই কি টাকার লোভ!!!! আচ্ছা আমরা বাইরে পড়ালেখা করতে যাই। আমরা কি শুধুই টাকার জন্য যাই!!! না কি আরও বড় কোন স্বপ্ন থাকে। পারলে প্রশ্নটার উত্তর দিয়েন। অবশ্য কে কিভাবে ভাববে সেটা তার মানসিকতার উপর নির্ভর করে।
সাকিব সিপিএল খেলতে গিয়েছিল অনুমতি নিয়ে। কার কাছ থেকে অনুমতি নিছে??? আকরাম খানের কাছ থেকে অনুমতি নিছে। এখন প্রশ্ন হতে পারে আকরাম খান কে?? আকরাম খান নিশ্চয় আল-বা*-ছাল কেউ নয়। সে নিশ্চয় অনুমতি দেয়ার যোগ্যতা রাখে। এই অনুমতি আর সিপিএলে খেলার স্বপ্ন নিয়ে বিমানে ওঠে অর্ধেক পথ পাড়ি দেয়া একজনকে যদি বলা হয়, না তোমাকে যেতে দেয়া হবেনা। তুমি কাল থেকে দেশের মাটিতে প্র্যাকটিস করো!!! কেমন লাগবে তখন। একবার নিজেকে সাকিবের জায়গায় ভেবে দেখুন। উপরের ঐ কোটেড বাক্যটা বলে ফেলা কি খুব অস্বাভাবিক কিছু হয়ে যাবে!!! কারো সাথে এরকম কোন ঘটনা ঘটলে তার মানসিকতা কতটা ছোট হয়ে যেতে পারে?? খুব কি ক্ষতি হত সাকিব যদি সিপিএলে খেলতো??
ব্যাপারটা অনেকটা এরকম আপনি আমেরিকার কোন ভার্সিটিতে এমএস করার জন্য ডাক পেলেন। বিমানে উঠে অর্ধেক পথ যাওয়ার পর আপনাকে ফিরিয়ে আনা হল। বলা হল, ‘না তোমাকে যেতে দেয়া হবেনা। তুমি দেশেই কোন একটা ভার্সিটি থেকে এমএস করো!!’ কি ফিরে আসবেন তো??
সাকিব হেলিকপ্টারে উঠলে প্রবলেম।
সাকিব আমেরিকায় বিয়ে করলে প্রবলেম।
আরও কতকি...............
রোনালদো-মেসি ফেরারি আট দশটা একসাথে কিনলেও আমরা চোখ ছানাবড়া করে তার খবর পড়ি। আর সাকিব হেলিকাপটারে ঘুরলেও চুলকানি!!!
অনেকের কমেন্টে দেখলাম। ‘সাকিবের মতন প্লেয়ার কত যাবে আর আসবে!!!’। ভাইরে এতই সহজ!!!! সাত আট বছর ধরে সাকিব ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে। এর মধ্যে সাকিবের মতন কাউকে কি আমরা পেয়েছি??? তো সামনের আট দশ বছরেও তার মতন কাওকে আমরা পাবো তার নিশ্চয়তা কি!!!
জ্ঞানী-গুণীদের সম্মান যে আমরা যে কম দেই তার একটা একটা গল্প দিয়ে শেষ করতে চাই। রবীন্দ্রনাথ বেঁচে থাকা অবস্থায় কোন একটা পাবলিক পরিক্ষায় রবীন্দ্রনাথের কোন একটা গদ্যের একটা প্যারা উঠিয়ে দিয়ে বলা হয়েছিলো, ‘ভুল খুঁজে বের করো!!!’
ঐযে নতুনের অভ্যাসের পুরাতন ভার্সন, শেক্সপিয়ারকে পুজো দিবো আর রবীন্দ্রনাথের গদ্য নিয়ে এক্সপেরিমেণ্ট চালাবো। আমরা পারি বটে।
সাকিবকে নিয়ে সমালোচনা করুন ঠিক আছে। আগে ভেবে দেখেছেন কি!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১২টি মন্তব্য ১০টি উত্তর
আলোচিত ব্লগ
সাজানো ভোটে বিএনপিকে সেনাবাহিনী আর আমলারা ক্ষমতায় আনতেছে। ভোট তো কেবল লোক দেখানো আনুষ্ঠানিকতা মাত্র।

১০০% নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসছে, এবং আওয়ামী স্টাইলে ক্ষমতা চালাবে। সন্ত্রাসী লীগকে এই বিএনপিই আবার ফিরিয়ে আনবে।সেনাবাহিনী আর আমলাদের সাথে ডিল কমপ্লিট। সহসাই এই দেশে ন্যায়-ইনসাফ ফিরবে না। লুটপাট... ...বাকিটুকু পড়ুন
রাজনীতির পন্ডিত, ব্লগার তানভীর জুমারের পোষ্টটি পড়েন, জল্লাদ আসিফ মাহমুদ কি কি জানে!

সামুর রাজনীতির ডোডো পন্ডিত, ব্লগার তানভীর ১ খানা পোষ্ট প্রসব করেছেন; পোষ্টে বলছেন, ইউনুস ও পাকিসতানীদের জল্লাদ আসিফ মাহমুদ ধরণা করছে, "সেনাবাহিনী ও ব্যুরোক্রেটরা বিএনপি'কে... ...বাকিটুকু পড়ুন
নীল নকশার অন্ধকার রাত

কায়রোর রাস্তায় তখন শীতের হিম হাওয়া বইছিল। রাত প্রায় সাড়ে এগারোটা। দুইটা বড় সংবাদপত্র অফিস: আল-আহরাম এবং আল-মাসরি আল-ইয়াউম—হঠাৎ করেই আগুনে জ্বলে উঠলো। কিন্তু এই আগুন কোনো সাধারণ দুর্ঘটনা... ...বাকিটুকু পড়ুন
হাদি ভাই, ইনসাফ এবং একটা অসমাপ্ত বিপ্লবের গল্প

ইদানিং একটা কথা খুব মনে পড়ে। হাদি ভাই।
মানুষটা নেই, কিন্তু তার কথাগুলো? ওগুলো যেন আগের চেয়েও বেশি করে কানে বাজে। মাঝেমধ্যে ভাবি, আমরা আসলে কীসের পেছনে ছুটছি? ক্ষমতা? গদি? নাকি... ...বাকিটুকু পড়ুন
আগুন যখন প্রশ্নকে পোড়াতে আসে
আগুন যখন প্রশ্নকে পোড়াতে আসে[
স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধে রাষ্ট্রীয় ব্যর্থতা, মব-রাজনীতি ও এক ভয়ংকর নীরবতার ইতিহাস
চরম স্বৈরশাসন বা ফ্যাসিবাদী রাষ্ট্রেও সাধারণত সংবাদমাধ্যমের কার্যালয়ে আগুন দেওয়ার সাহস কেউ করে না। কারণ ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।