আজ এক নতুন শহর গড়বো, তোমার জন্য। ঝকঝকে কাঁচের উঁচু দালান থাকবেনা, পঁ পঁ বাজতে কোন গাড়ি থাকবেনা, বিনোদন পার্ক থাকবেনা, কোন বিউটি পার্লার থাকবেনা সে শহরে। ছেলে মেয়েগুলো অনিয়মকে নিয়ম করবে, টলমলে পানিতে ডিগবাজি খাবে, বর্ষায় ভেলা ভাসাবে, বিস্তীর্ণ মাঠে সূর্যকে ডুবতে দেখবে। আমি জোর করছিনা মোটেও তোমাকে। সে সবুজের শহর কি তোমার ভালো লাগবে? পারবে, কুপি জ্বালিয়ে কারো অপেক্ষায় বসে থাকতে? হাটের সদাই কিনে ব্যাগ ভরা আলু, পটল, কুচো চিংড়ি, চান্দা কি জিইয়ে রাখা যায়! তবুও কি অপেক্ষায় থাকবে? অপেক্ষায় থেকো।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




