পরজন্মে আমি জ্যান্ত সাপ হব
একটা কুৎসিত কালো সাপ
তখন যেন জাতিস্বর হই
নোংরামি, প্রতারণা
আর প্রতিনিয়ত পিছুঠেলে দেয়ার
ধারাবাহিকতার শোধ নিব বিষাক্ত ছুবলে
বিষে বিষে বিষাক্ত ধরণী তখন
নীল বর্ণ ধারণ করবে হাজার হাজার মানুষ
মানুষ-মানুষ
মাঝে মাঝে নিজেকে মানুষ ভাবতে লজ্জা হয় আমার
পরজন্মে আমি জ্যান্ত সাপ হব
একটা কুৎসিত কালো সাপ
তখন যেন জাতিস্বর হই
কোটি মানুষের শহরে
মুখোশ পরা মানুষের অলি গলিতে
বিষ ফেরি করে বেড়াবো সারাদিন
স্বার্থের বেড়াজালের ফাঁক
ভরে দেব আমার বিষাক্ত ছুবলে
দুঃস্বপ্নের মত যাপিত জীবনের ফোড়া গুলোয়
আর হলুদ পুঁজ জমবে না
বিষে বিষে র্নিবংশ হবে দুপায়াদৈত্যরা
পরজন্মে আমি জ্যান্ত সাপ হব
একটা কুৎসিত কালো সাপ
তখন যেন জাতিস্বর হই
যে সৎ সে শুদ্ধ নির্বোধ
যে চোর সে সাধু
তাই আমিও পাপ করবো
বিষ দাঁত হবে আমার
বিষধর সহযোগী হাত
আমি তখন বিষ ভরা ভূম
নিরন্তর ফুটবে বিষাক্ত কুসুম
তুমি তোমরা সবাই একবার পাপ কর
তোমরা পাপ কর………….
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১০ রাত ৯:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





