তোমার আমার মাঝে ছিল না কোন সম্পর্ক না ছিল ভালবাসা,ছিল না দুঃখ সুখের ছায়া। কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিহাস। তুমিই আমার জীবনের অনেক ক্ষতি করে দিলে, কখনো ভুলব না আর এ ক্ষতির জন্য তোমাকে মাসুল দিবে হবে। এই জীবনে কম মানুষের সাথে মিশেছি। আর যার সাথে মিশেছি সে কোন দিন বলতে পারবে না "আমি খারাপ"। তোমার সাথে পরিচিত না হওয়াই ভাল ছিল। বন্ধুর বান্ধুবী হিসাবে যতটুকু সম্মান পাওয়ার যোগ্য ছিলে চেষ্টা করেছি ততটুকু সম্মান দিতে। একজন মেয়ে হয়ে আমার যতটুকু ক্ষতি করেছ, একটা ছেলে হিসাবে তা মেনে নিতে পারলাম না। কি আর বলব, কিছুই বলার নেই। বন্ধুর বান্ধবী হিসাবে নয় শত্রু হিসাবে তোমার সাথে দেখা হবে। সবার খাতায় থেকেও যদি মাফ পেয়ে যাও। আমার কাছ থেকে মাফ পাবে না। অনেকটা সময় পাড়ি দিয়ে এসেছ, আরো সময় পাড়ি দিবে। চেষ্টা করো ভালো হতে। আরেকটা কথা শুনে রাখ যতটুকু ক্ষতি করেছ, তোমারই অতটুকু ক্ষতি আমি কামনা করছি এবং আমি সফল হবে।
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ৯:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



