somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

মৎস্য শিকারে মহারাজার সমুদ্র গমন আর ছাগলের আবহাওয়া বিভাগের প্রধান হয়ে ওঠার পুরনো সেই গল্পটি!

০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মৎস্য শিকারে মহারাজার সমুদ্র গমন আর ছাগলের আবহাওয়া বিভাগের প্রধান হয়ে ওঠার পুরনো সেই গল্পটি!

সে অনেক অনেক কাল আগের কথা। এক দেশে ছিলেন এক রাজা। রাজা কি! যেনতেন রাজা নন, সাক্ষাৎ মহারাজা তিনি! তো, একদা মহারাজার সখ জাগিলো মৎস্য শিকারে গমনের!

মহারাজার সখ বলিয়া কথা! যেই ভাবা সেই কাজ। মহারাজার সমুদ্র ভ্রমন তো আর যেনতেন বিষয় নহে! ভাবগতিক সকল কিছু দেখিয়া শুনিয়াই তো বাহির হইতে হইবে! আবহাওয়ার খোঁজ-খবরও তো লইতে হইবে! তাই মহারাজ তার প্রধান সেনাপতিকে তলব করিয়া জলদগম্ভীর স্বরে হুকুম করিলেন- 'আবহাওয়া বিভাগের প্রধানকে তলব করুন।'

'যো হুকুম মহারাজ' বলিয়া প্রধান সেনাপতি মহোদয় নতমস্তকে কুর্নিশ করিয়া অতি দ্রুত আবহাওয়া বিভাগের প্রধানকে ডাকাইয়া আনিলেন।

তৎক্ষনাত আবহাওয়া বিভাগের প্রধান আসিয়া উপস্থিত হইলেন! থরথর কম্পমান কন্ঠে কুর্নিশ করিয়া মহারাজার সম্মুখে দন্ডায়মান হইয়া অতি বিনম্র স্বরে বলিলেন- 'জো হুকুম জাহাপনা। অধমকে কি কারণে স্মরণ করিয়াছেন?'

মহারাজা সুধাইলেন, 'আমি মৎস্য শিকারের উদ্দেশ্যে সমুদ্রে ভ্রমনে বাহির হইতে চাই, অদ্যকার আবহাওয়া কেমন থাকিবে, বলুন।'

আবহাওয়া বিভাগের প্রধান তো খুশিতে আটখানা! তিনি মনে মনে ভাবিলেন, মহারাজার যেহেতু সমুদ্র গমনের অভিপ্রায় জাগিয়াছে, তাহাকে না বলিব কোন সাহসে? আগপাছ বেশি কিছু না ভাবিয়া নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে অতি উতসাহ লইয়া আবহাওয়া বিশেষজ্ঞ (এটা কিন্তু 'বিশেষভাবে অভিজ্ঞ' নহে, বরং 'বিশেষ+অজ্ঞ!';) বগল বাজাইতে বাজাইতে বলিয়া উঠিলেন, 'মহারাজ! অদ্যকার আবহাওয়ার পূর্বাভাস কিয়তকাল পূর্বে জনাবের দরবারে আগমনের প্রাক্কালেই আমি অতি সন্তর্পনে পর্যবেক্ষন করিয়া আসিয়াছি। তাহাতে দেখিয়াছি, অদ্যকার দিবসটি অতি সুন্দর, আলো ঝলমলে, রৌদ্রকরোজ্জ্বল থাকিবে এবং অদ্য চমৎকার আবহাওয়া বিরাজমান থাকার সম্ভাবনাও খুবই স্পষ্ট। জাহাপনার সমুদ্র ভ্রমনে অদ্যকার দিবসটিই অতি উত্তম বলিয়া প্রতিভাত: হইতেছে। সেইহেতু আপনি স্বানন্দ্যে সমুদ্র ভ্রমন করিয়া মৎস্য শিকার করিতে পারেন। মহারাজার ক্ষুদ্রাতিক্ষুদ্র আনন্দ-অভিলাষ আমাদের মত নালায়েগ-নাখান্দা প্রজাবৃন্দের জন্য নিরতিশয় আনন্দদায়ক বিষয় বৈকি! ধন্য ধন্য মহারাজা! জয়, সদাতিশয় মহারাজ, জয়!'

আবহাওয়া বিভাগের প্রধানের মুখে আবহাওয়ার এমন অসাধারণ পূর্বাভাস শ্রবন করিয়া বিমোহিত হইলেন মহারাজা। খুশিতে তখন তাহারও বগল বাজাইতে অভিলাষ জাগিলো! পাইক-পেয়াদা, উজির-নাজির-বরকন্দাজদের ডাকিয়া আবহাওয়া বিভাগের প্রধানকে হেনপ্রকার অসাধারণ পূর্বাভাস প্রদানের ফলস্বরূপ খুশিতে ডগমগ হইয়া দশ সহস্র স্বর্ণ মুদ্রা বখশিশ প্রদানের হুকুম করিলেন!

রাজার হুকুম বলিয়া কথা! রাজ কোষাগার হইতে আবহাওয়া বিভাগের প্রধানকে নগদ দশ সহস্র স্বর্ণ মুদ্রা প্রদান করিয়া তাহাকে সসম্মানে বিদায় দেওয়া হইল।

অত:পর যথাসময়ে মহারাজ বাহির হইলেন। সামনে পেছনে লোক লস্করের বিশাল বহর। বিশাল শোরগোল। ঢোল, তবলা আর নানাবিধ বাদ্যযন্ত্রের গগনবিদারী আওয়াজে কানে তালা লাগার জোগার। গোটা এলাকার মাটি-পানি কম্পমান!

সে এক এলাহি কান্ড! একজন ঘোষনাকারী মহারাজার বিশালাকায় বহরের সামনে ঘন্টাধ্বনি বাজাইয়া উচ্চস্বরে বারংবার ঘোষনা করিয়া চলিয়াছেন- 'সাবধান! মহারাজ সমুদ্র ভ্রমনে বাহির হইয়াছেন! তিনি সদয় হইয়া মৎস্য শিকার করিতে মনস্থির করিয়াছেন! সাবধান! সাবধান!!'

চলিতে চলিতে সাগরতটে উপনীত হইলেন মহারাজা। ঠিক সেই সময়টায় সাগরের কিনারের সেই স্থানটিতে ছাগল চড়াইতেছিলেন ছিন্নভূষন এক রাখাল। রাখাল দেখিল, মহারাজ তার বিশাল বড় দলবল সহকারে নদীতে সারি সারি সাজানো রংবেরংয়ের বাহারি পানশিতে উঠিতে চলিয়াছেন! মহারাজের সমূহ বিপদ হইতে পারে ভাবিয়া রাখাল দৌড় দিয়া মহারাজার একেবারে সম্মুখে আসিয়া হাপাইতে হাপাইতে বলিল, 'মহারাজ! আজকে কেন আপনি সাগরে যাইতেছেন? একটু পরেই তো বৃষ্টি হইবে!'

রাখালের এমন নির্বোধের মত কথা শুনিয়া মহারাজের তখন চক্ষু চড়কগাছ! চোখ দিয়ে গোস্মায় আগুন ঠিকরাইয়া পড়িতেছে! কঠিন এক ধমক দিয়া বলিলেন, 'যাহ, ব্যাটা রাখালের বাচ্চা, রাখাল! তুই আবহাওয়ার কি বুঝিস? আমি আবহাওয়ার খবর জ্ঞাত হইয়াই তো সমুদ্রে মৎস্য শিকার করিতে বাহির হইয়াছি। আমার যাত্রাভঙ্গ করিতে আসিয়াছ? তোর সাহস তো কম নয়! এই হতচ্ছাড়াকে গারদে পাঠাইয়া দেওয়া হোক!'

মহারাজের কঠিন মূর্তিদর্শনে হতবিহ্বল রাখালের এমনিতেই পিলে চমকাইয়া যায়। উপরন্তু গারদে ভরিয়া রাখার হুকুম শ্রবন করিয়া তাহার অন্তরাত্মা খাঁচা ছাড়িয়া বাহির হইয়া যাইতে পারিলে বাঁচিতে পারিতো। বারংবার মহারাজার কাছে ক্ষমাপ্রার্থনা করিয়াও কোনো ফলোদয় হইলো না। মহারাজার পায়ে পড়িয়াও কোনো লাভ হইলো না। গারদে তাহাকে যাইতেই হইলো। পাইক পেয়াদাগন বেচারা রাখালকে উপযুক্ত উত্তম মধ্যম প্রদান করিয়া, সসম্মানে পিছমোড়া করিয়া দুই হাত শক্ত করিয়া রশি দ্বারা বাঁধিয়া গারদে ভরিয়া রাখিল।

রাখাল বুঝিল, আপাততঃ তাহার জীবননাশের ভয়টা কাটিয়া গিয়াছে। নিজের চরম নির্বুদ্ধিতার জন্য তাহার স্বহস্তে নিজের দুই কর্ণস্পর্শ করিতে ইচ্ছা হইতেছে। দুই কর্ণস্পর্শ করিয়া জীবনে বাঁচিতে পারিলে এমন বোকামি আর কোনো দিন করিবে না প্রতিজ্ঞায় 'তওবা', 'তওবা' বলিতে অভিলাষ হইতেছে। কিন্তু তাহাও তাহার পক্ষে এই অবস্থায় সম্ভব নহে। কারণ, তাহার উভয় হস্তই যে পেছন দিক হইতে শক্ত করিয়া বাঁধা। নিজের নির্বুদ্ধিতার দন্ড দিতে গারদেই পড়িয়া রহিল লজ্জিত, অপমানিত, অপদস্ত, অনুতপ্ত ও বিধ্বস্ত রাখাল।

অতঃপর মহাআড়ম্বরে সমুদ্রে চলিলেন মহারাজ। তখন মাঝ সমুদ্রে মহারাজার নৌবহর। মৎস্য শিকার করিতে উদ্যত মহারাজাসহ তার পাইক বরকন্দজগন। কিন্তু গোল বাধিল ঠিক তখনই! হঠাৎ শুরু হইল বৃষ্টি। বৃষ্টি তো বৃষ্টি। ঝুম বৃষ্টি। একটানা বর্ষন। যাহাকে বলে কলসের মুখে পানি ঢালা! সাথে মেঘের প্রচন্ড গর্জন আর বিদ্যুতের মুহূর্মুহু চমকানি! প্রচন্ড বাতাসে মহারাজের নৌবহরের ছিন্নভিন্ন অবস্থা। বাতাসের প্রবল তোড়ে ভাসাইয়া লইয়া চলিল এক একখানা পানশি। মহারাজার তখন 'ছাড়িয় দে মা, কাঁদিয়া বাঁচি' অবস্থা।

স্বপ্নভঙ্গ হইল তাহার! অগত্যা সমুদ্রডুবির হাত হইতে বাঁচিতে সসৈন্যে অতিসত্বর প্রাসাদে ফিরিয়া আসিলেন তিনি! দশ সহস্র মুদ্রা বখশিশ দেওয়া আবহাওয়া বিভাগের সেই প্রধানকে বিনা নোটিশে বরখাস্ত করিলেন। শুধু বরখাস্তই নহে, তাহাকে কারারুদ্ধ করিতেও নির্দেশ প্রদান করিলেন! তাহাতেও মন ভরিল না, অবশেষে তাহাকে নির্বাসনের দন্ড দেওয়া হইলো। পক্ষান্তরে সাগর পাড়ের সেই ছিন্নভূষন অজ্ঞ রাখালকে মুক্তি দিয়া আবহাওয়া বিভাগের প্রধান বানাইয়া দিতে হুকুম করিলেন মহারাজা!

মহারাজার হুকুম বলিয়া কথা! রাখালকে কারাগার হইতে বাহির করিয়া আনিয়া, তাহার গলায় ফুলের মালা পড়াইয়া আবহাওয়া বিভাগের প্রধান বানাইয়া দেওয়া হইলো।

বেচারা মূর্খ রাখাল কিছুই বুঝিয়া উঠিতে পারিতেছে না। সে পড়িয়াছে মহাবিপদে! সে ভাবিয়া কুল পাইতেছে না যে, কি কারণে তাহাকে আবহাওয়া বিভাগের প্রধান বানানো হইলো! সে তো আবহাওয়ার 'আ' -ও জানে না! সে কিভাবে আবহাওয়ার সংবাদ দিবে? নিজের নির্বুদ্ধিতাকে বারবার ধিক্কার দিতে দিতে নিজেকেই বলিতে লাগিল, হায় হায়, সাগর পাড়ে সেই দিন কেনইবা এমন বোকামি করিতে গেলাম! কেন মহারাজার সম্মুখে এমন পান্ডিত্য জাহির করিতে গিয়াছিলাম! কেরামতি তো এইবার শেষ! সাগর পাড়ে সেই দিন তবু প্রাণ নিয়া বাঁচিতে পারিয়াছিলাম, এইবার আর উপায় দেখিতেছি না, নির্ঘাত মৃত্যুদন্ড! বাঁচার তাহা হইলে উপায় কি? নিজের জান বাঁচাইবার উপায় কি?

অনেক বুদ্ধি শুদ্ধি করিয়া বেচারা জীবন বাঁচাইতে শেষ পর্যন্ত মহারাজ সমীপে হাজির হইয়া বিনীতভাবে বলিলো, 'মহারাজ! দয়া করিয়া আমাকে মার্জনা করুন! আমার প্রাণ ভিক্ষা চাই! মেহেরবানি করিয়া আমাকে যাইতে দিন! আমি আসলে আবহাওয়ার কিছুই জানি না।'

মহারাজ সমুদ্র ভ্রমনের দিন সাগর তীরের তুলনায় আরও কয়েকগুন ক্ষেপিয়া, অগ্নিদৃষ্টি নিক্ষেপ করিয়া ঝাঁঝালো স্বরে বলিলেন, 'রে ব্যাটা! কিছুই যদি না জানিস, তাহলে ঐদিন আমার আবহাওয়া বিভাগের চাইতেও সঠিক খবর তুই কি করিয়া দিয়াছিলি!'

ভয়ে থরথর কম্পমান রাখালের অস্পষ্ট উত্তর, 'মহারাজ! ক্ষমা করিবেন, সেইখানে আমার কোন কৃতিত্ব ছিলনা! সব কৃতিত্ব আমার ছাগলের! বৃষ্টি আসার আধা ঘন্টা পূর্ব হইতে আমার ছাগলটা ঘনঘন মুতে! ইহা হইতে আমি বুঝিতে পারি যে, একটু পরেই বৃষ্টি হইবে!'

এতদশ্রবণে মহারাজা তো একেবারেই 'থ'! নির্বোধ রাখালের উপরে বিরক্ত হইলেন! তাহাকে বনবাসে পাঠাইয়া তাহার ছাগলটাকে ধরিয়া আনিয়া আবহাওয়া বিভাগের প্রধান বানাইয়া দিতে হুকুম করিলেন!

মহারাজার হুকুম বলিয়া কথা! যাহা হুকুম, তাহা কাজ! রাজ্যের বনজঙ্গল খুজিয়া ধরিয়া আনা হইলো রাখালের সাধের সেই ছাগলটিকে!

অত:পর আবহাওয়ার পূর্বাভাস বলিতে অক্ষম বেকুব রাখালকে বনবাসে পাঠাইয়া দেওয়া হইলো! আর তাহার পরিবর্তে তাহার পদে সমাসীন করা হইলো তাহার অতি আদরের ছাগলটিকে! মহারাজার অনির্ণেয় জ্ঞান আর বেনজির বিচক্ষনতায় অবশেষে ছাগলটিই অলঙ্কৃত করিলো আবহাওয়া বিভাগের প্রধানের পদ!

মহারাজার চতুর্পাশ্বে থাকা পাইকপেয়াদাগনের সেদিন সে কি আনন্দ! সমস্বরে তাহারা উচ্চবাক করিয়া ধ্বনি তুলিলেন, 'ধন্য, ধন্য মহারাজা! ধন্য ধন্য ছাগল!!'

সেই দিন হইতেই বড় বড় পদগুলোতে ছাগল নিয়োগ দেওয়ার রীতি চালু হইয়াছে!

কিন্তু গোল বাধিলো তখনই, যখন হইতে রাজ্যময় মেকআপ ও ফেস ট্রান্সপ্লান্টেশন পদ্ধতির আবির্ভাব হইলো। তাহাতে করিয়া তাবৎ ছাগলকূল চেহারা পরিবর্তন করিয়া মনুষ্যরূপ ধারণ করিলো, কিন্তু গোল বাধিলো অন্য জায়গায়, পুরনো অভ্যাসবশতঃ এইখানে ওইখানে লতাপাতায় কামড় দেওয়ার স্বভাব তাহারা ত্যাগ করিতে পারিলো না। তাই সম্মানির নামে, বখশিশ নাম করিয়া যেখানে যাহা যতটুকু পায় তাহাই কুড়াইয়া কাছাইয়া লইয়া উদরীভূত করিতে থাকে!

বি: দ্র: ইহা নিছকই একটি গল্প। গল্পকে গল্প হিসাবেই ভাবিতে অনুরোধ করা যাইতেছে। বাস্তবতার সহিত এই গল্পের কোনো সম্পর্ক নাই। বাস্তবতার সহিত গল্পটির কোনো কথা কিংবা চরিত্র মিলিয়া গেলে তাহা কাকতাল মাত্র এবং তাহার জন্য আগাম দু:খ প্রকাশ করিতেছি।

ছবি পরিচিতি এবং কৃতজ্ঞতা: প্রশান্ত মহাসাগরের ছবিটি অন্তর্জাল থেকে সংগৃহীত।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৫৪
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের দাদার দাদা।

লিখেছেন নাহল তরকারি, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ৮:৫৫

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী।

আমার দাদার জন্মসাল আনুমানিক ১৯৫৮ সাল। যদি তার জন্মতারিখ ০১-০১-১৯৫৮ সাল হয় তাহলে আজ তার বয়স... ...বাকিটুকু পড়ুন

জেনে নিন আপনি স্বাভাবিক মানুষ নাকি সাইকো?

লিখেছেন মোহাম্মদ গোফরান, ১৮ ই এপ্রিল, ২০২৪ রাত ১১:১৮


আপনার কি কারো ভালো সহ্য হয়না? আপনার পোস্ট কেউ পড়েনা কিন্তু আরিফ আর হুসাইন এর পোস্ট সবাই পড়ে তাই বলে আরিফ ভাইকে হিংসা হয়?কেউ একজন মানুষকে হাসাতে পারে, মানুষ তাকে... ...বাকিটুকু পড়ুন

খুলনায় বসবাসরত কোন ব্লগার আছেন?

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১৯ শে এপ্রিল, ২০২৪ ভোর ৪:৩২

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় তথা কুয়েট-এ অধ্যয়নরত কিংবা ঐ এলাকায় বসবাসরত কোন ব্লগার কি সামুতে আছেন? একটি দরিদ্র পরিবারকে সহযোগীতার জন্য মূলত কিছু তথ্য প্রয়োজন।

পরিবারটির কর্তা ব্যক্তি পেশায় একজন ভ্যান চালক... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। মুক্তিযোদ্ধা

লিখেছেন শাহ আজিজ, ১৯ শে এপ্রিল, ২০২৪ দুপুর ১২:২১



মুক্তিযুদ্ধের সঠিক তালিকা প্রণয়ন ও ভুয়া মুক্তিযোদ্ধা প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি রয়েছে। তারা স্থানীয়ভাবে যাচাই... ...বাকিটুকু পড়ুন

চুরি করাটা প্রফেসরদেরই ভালো মানায়

লিখেছেন হাসান মাহবুব, ১৯ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৫৩


অত্র অঞ্চলে প্রতিটা সিভিতে আপনারা একটা কথা লেখা দেখবেন, যে আবেদনকারী ব্যক্তির বিশেষ গুণ হলো “সততা ও কঠোর পরিশ্রম”। এর মানে তারা বুঝাতে চায় যে তারা টাকা পয়সা চুরি... ...বাকিটুকু পড়ুন

×