somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নতুন নকিব
আলহামদুলিল্লাহ। যা চাইনি তার চেয়ে বেশি দিয়েছেন প্রিয়তম রব। যা পাইনি তার জন্য আফসোস নেই। সিজদাবনত শুকরিয়া। প্রত্যাশার একটি ঘর এখনও ফাঁকা কি না জানা নেই, তাঁর কাছে নি:শর্ত ক্ষমা আশা করেছিলাম। তিনি দয়া করে যদি দিতেন, শুন্য সেই ঘরটিও পূর্নতা পেত!

নামাজের প্রয়োজনীয় দো'আসমূহ: যা না জানলেই নয়

২০ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি: অন্তর্জাল।

নামাজের প্রয়োজনীয় দো'আসমূহ: যা না জানলেই নয়

নামাজ আদায় করতে হলে সূরা ফাতিহাসহ ছোট কোনো সূরা অথবা কুরআনের কিছু আয়াত জানতে হয়। এগুলো তিলাওয়াত করতে পারতে হয়। কিন্তু শুধু কুরআন তিলাওয়াত করতে পারলেই নামাজ পরিপূর্ণভাবে আদায় করা যায় না। নামাজ আদায়ের জন্য জানতে হয় আরও কিছু দোআ এবং তাসবীহ। বিশুদ্ধ উচ্চারণে সহিভাবে এই দোআ ও তাসবীহগুলো শিখে নেয়া প্রত্যেকেরই দায়িত্ব। আজ নামাজে প্রয়োজন হয় এমন দোআ ও তাসবীহগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।

তাকবীরে তাহরীমা অর্থাৎ, নামাজের শুরুতে 'আল্লাহু আকবার' বলে হাত বাধার পরে পাঠ করার দো'আ-

«سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك» (رواه مسلم)

উচ্চারণ: সুবহানাকা আল্লা-হুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবা-রাকাছমুকা ওয়া তা‘আ-লা- জাদ্দুকা ওয়া লা-ইলা-হা গাইরুকা। -মুসলিম

অর্থ: হে আল্লাহ! সকল দোষ হতে আপনার পবিত্রতা ঘোষণা করছি এবং আপনারই সকল প্রশংসা, আপনার নাম মহিমান্বিত, আপনার মর্যাদা-বড়ত্ব অতি উচ্চে এবং আপনি ব্যতীত সত্যিকার কোনো মা‘বূদ বা উপাস্য নেই।

হাদিসে বর্ণিত আরেকটি সানা-

« اللهم باعد بيني وبين خطاياي كما باعدت بين المشرق والمغرب، اللهم نقني من خطاياي كما ينقى الثوب الأبيض من الدنس، اللهم أغسلني من خطاياي بالماء والثلج والبرد» (رواه البخاري ومسلم)

উচ্চারণ: আল্লাহুম্মা বা‘ইদ বাইনী ও বাইনা খাতায়াইয়া কামা বা‘আদতা বাইনাল মাশরিক্বি ওয়াল মাগরিবি, আল্লাহুম্মা নাক্কিনী মিন খাতায়াইয়া কামা ইউনাক্কাস সাওবুল আবয়াদু মিনাদ্দানাসি, আল্লাহুম্মাগসিলনী মিন খাতায়াইয়া বিল মা-য়ি ওয়াস সালজি ওয়াল বারাদি।

অর্থ: হে আল্লাহ! আমার এবং আমার গুনাহ্ খাতার মাঝে এমন দূরত্ব সৃষ্টি করুন যেরূপ পশ্চিম ও পূর্বের দূরত্ব সৃষ্টি করেছেন। হে আল্লাহ! আমাকে আমার গুনাহ থেকে এমনভাবে পরিষ্কার করুন যেমন সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার করা হয়। হে আল্লাহ! আমার পাপসমূহকে পানি, বরফ ও শিশিরের মাধ্যমে ধৌত করে দিন। -সহিহ বুখারী ও মুসলিম

রুকুতে পাঠ করার দো'আ-

«سبحان ربي العظيم»

উচ্চারণ: ‘‘সুবহানা রব্বীয়াল ‘আযীম’’

অর্থ: আমার মহান রব্বের পবিত্রতা বর্ণনা করছি। -মুসলিম
তিনবার বা তার চেয়ে বেশি বলা উচিত এটি।

«سبحان ربي العظيم وبحمده» (رواه أحمد وأبو داود والدار قطني والطبراني والبيهق)

উচ্চারণ: ‘‘সুবহানা রব্বীয়াল আ‘যীম ওয়া বিহামদিহি’’

অর্থ: আমার মহান রব্বের পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি। -আহমাদ, আবু দাউদ, দারাকুতুনী, ত্ববারানী এবং বায়হাকী

কেউ যদি বেশি বলতে চায় তো সে বলতে পারে-

«سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي» (متفق عليه)

উচ্চারণ: ‘‘সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়াবিহামদিকা আল্লাহুম্মাগ ফিরলী।’’

অর্থ: হে আল্লাহ! আপনি আমাদের রব্ব, আপনার সকল প্রশংসা বর্ণনা করছি এবং সকল দোষ হতে পবিত্রতা ঘোষণা করছি, আমাকে ক্ষমা করুন। -বুখারী-মুসলিম

এবং বলা যায়-

«سبوح قدوس رب الملائكة والروح (رواه مسلم)

উচ্চারণ: ‘‘সুব্বূহুন কুদ্দূ-সুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ।’’

অর্থ: ফেরেশতামণ্ডলী ও জিবরাঈলের রব্ব সকল দোষত্রুটি থেকে পবিত্র।

রুকু হতে উঠার দো‘আ

রুকু হতে সোজা হয়ে দাঁড়ানোর সময় পড়তে হয়-

১. «ربنا لك الحمد»

অথবাঃ রব্বানা লাকাল হামদু

২. অথবা, পড়া যায়-

«ربنا ولك الحمد»

উচ্চারণ: রব্বানা ওয়ালাকাল হামদ

৩. অথবা, পাঠ করা যায়-

«اللهم ربنا لك الحمد»

অথবাঃ আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদু

উল্লেখিত সবগুলিই বুখারী-মুসলিমে বর্ণিত হয়েছে।

৪. তবে একেকবার একেকটি পড়বেন, যদিও উত্তম হলো নিম্নরূপে বলাঃ

ربنا ولك الحمد حمدا كثيرا طيّبا مباركا فيه

উচ্চারণ: রব্বানা ওয়া লাকাল হামদু হামদান কাসীরান ত্বইয়্যিবান মুবারাকান ফীহি।

অর্থ: হে আল্লাহ্! আপনারই জন্য সর্ববিধ উত্তম ও বরকতপূর্ণ প্রশংসা। -সহিহ মুসলিম

৫. আরও কিছুটা বৃদ্ধি করে এভাবেও পাঠ করা যায় দোআটি-

«ربنا ولك الحمد حمدا كثيرا طيّبا مباركا فيه ملء السماوات وملء الأرض وملء بينهما وملء ما شئت من شيء بعد أهل الثناء والمجد أحق ما قال
(رواه مسلم) العبد وكلنا لك عبد لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد»

উচ্চারণ: রব্বানা ওয়া লাকাল হামদু হামদান কাসীরান ত্বইয়্যিবান মুবারাকান ফীহি, মিলয়াস সামাওয়াতি ওয়া মিলয়ালারদি ওয়া মিলয়া মা বায়নাহুমা ওয়া মিলয়া মা-শি’তা মিন শাইয়িন বা‘দু, আহলাস সানায়ি ওয়াল মাজদি- আহাক্কু মাক্বলাল আবদু ওয়া কুল্লুনা লাকা আবদুন, লা মা-নি‘য়া লিমা আ‘ত্বাইতা ওয়ালা মু‘ত্বিয়া লিমা মানা‘তা ওয়ালা ইয়ানফা‘উ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। -সহিহ মুসলিম

অর্থ: হে আল্লাহ্! আপনারই জন্য সর্ববিধ উত্তম ও বরকতপূর্ণ প্রশংসা যা আকাশসমূহ, পৃথিবী ও উভয়ের মধ্যে যত কিছু রয়েছে সব কিছু পরিপূর্ণ, এগুলি ছাড়াও আপনি যত চান সমস্ত পরিপূর্ণ প্রশংসা, আপনি সকল স্তুতি ও মর্যাদার অধিকারী। আপনার বান্দা যে প্রশংসা করে তার চেয়ে আপনি অধিক প্রাপ্য, আমরা প্রত্যেকেই আপনার বান্দা, আপনি যা দান করেন তা বন্ধ করার কেউ নেই। আর আপনি যা বন্ধ রাখেন তা দানকারী কেউ নেই। কোনো সম্মানিত ব্যক্তি সম্মান কাজে আসবে না আপনার নিকট থেকেই প্রকৃত সম্মান। -সহিহ মুসলিম

সিজদার দো‘আঃ

১. «سبحان ربي الأعلى»

উচ্চারণ: সুবহানা রাব্বিয়াল আ‘লা। -সহিহ মুসলিম

২. «سبحان ربي الأعلى وبحمده» (رواه أحمد وأبو داود والدار قطني والطبراني والبيهقي)

উচ্চারণ: সুবহানা রব্বিয়াল আ‘লা ওয়া বিহামদিহি। -আবু দাউদ, দারা কুতুনী, আহমাদ, ত্ববারানী ও বাইহাকী

অর্থ: আমার মহান রব্বের প্রশংসাপূর্ণ পবিত্রতা বর্ণনা করছি।

৩. অথবা, চাইলে নিম্নোক্ত দো‘আটিও পড়া যায়-

«سبحانك اللهم وبحمدك اللهم اغفرلي» (رواه البخاري ومسلم)

উচ্চারণ: ‘‘সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়াবিহামদিকা আল্লাহুম্মাগ্ ফিরলী।’’

অর্থ: হে আল্লাহ! আপনার সকল প্রশংসা বর্ণনা করছি এবং সকল দোষ হতে পবিত্রতা ঘোষণা করছি, আমাকে আপনি ক্ষমা করুন। -সহিহ বুখারী ও সহিহ মুসলিম

৪. এইভাবেও পাঠ করা যায় দোআটি-

«سبّوح قدّوس رب الملائكة والروح» (رواه مسلم)

উচ্চারণ: ‘‘সুববূহুন কুদ্দূসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ।’’

অর্থ: ফেরেশতামণ্ডলী ও জিবরাঈলের রব্ব সকল দোষত্রুটি থেকে পবিত্র। -সহিহ মুসলিম

৫. অথবা, নিম্নোক্তভাবেও পড়া যায় এটি-

«سبحان ذي الجبروت، والملكوت، والكبرياء، والعظمة » (رواه أبو داود والنسائي)

উচ্চারণ: সুবহানা যিল জাবারূতি ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়ায়ি ওয়াল ‘আজামাহ্।

অর্থ: সকল দোষ হতে পবিত্র যিনি মহাপরাক্রমশীল, বিশাল সাম্রাজ্যের অধিকারী, অসীম গৌরব-গরিমা ও শ্রেষ্ঠত্বের অধিকারী। -আবু দাউদ ও নাসায়ী

দুই সিজদার মাঝে বসার দো‘আ

দুই সিজদার মাঝে বসাবস্থায় নিচের দো‘আটি পাঠ করা যায়-

১. «رب اغفرلي، رب اغفرلي»

উচ্চারণ: রব্বিগফিরলী, রব্বিগফিরলী।

অর্থ: হে আল্লাহ্! আপনি আমাকে ক্ষমা করুন, হে আল্লাহ্ আপনি আমাকে ক্ষমা করুন। -আবু দাউদ-ইবনে মাজাহ্

২. এভাবেও পড়া যায় এই দোআটি-

«اللهم اغفرلي، وارحمني، وعافني واهدني، وارزقني» (رواه أبو داود والترمذي)

উচ্চারণ: আল্লাহুম্মাগফিরলী ওয়ার হামনী ওয়া ‘আফিনী ওয়াহদিনী ওয়ারযুকনী।

অর্থ: হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি রহম করুন, আমাকে সুস্থতা দান করুন, সঠিক পথে পরিচালিত করুন এবং রিযিক দান করুন। -আবু দাউদ, তিরমিযী

আত্তাহিয়্যাতু এবং দরূদের পর সালামের পূর্ব মুহূর্তের দো‘আয়ে মাছুরা:

১. «اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ، وَمِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ»

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আ‘উযুবিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল ক্বাবরি ওয়ামিন ফিতনাতিল মাহইয়া-ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ্ দাজ্জাল। -বুখারী-মুসলিম

অর্থ: হে আল্লাহ! আমি জাহান্নাম ও কবরের আযাব হতে আপনার নিকট আশ্রয় কামনা করছি এবং আশ্রয় কামনা করছি জীবিত অবস্থার ও মৃত্যুর ফিতনা হতে এবং মসীহ দাজ্জালের অনিষ্টকর ফিতনা থেকে।

অন্য বর্ণনায় এর সাথে আরেকটু বেশি কথা রয়েছে। যেমন-

اللهم إني أغوذ بك من المأثم والمغرم (رواه البخاري ومسلم)

উচ্চারণ: ‘‘আল্লাহুম্মা ইন্নী আঊযুবিকা মিনাল মা-সামি ওয়াল মাগরামি’’

অর্থ: হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় কামনা করছি পাপকর্ম ও ঋণ থেকে।

২. দোআটি এভাবেও পাঠ করা যায় এবং আমরা সাধারণত: এইভাবেই পাঠ করে থাকি-

اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفرلي مغفرة من عندك وارحمني إنّك أنت الغفور الرحيم"

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসী যুলমান কাসীরান, ওয়ালা ইয়াগফিরুযযুনূবা ইল্লা আন্তা, ফাগফিরলী মাগফিরাতাম মিন ‘ইনদিকা, ওয়ার হামনী ইন্নাকা আন্তাল গাফূরুর রহীম।

অর্থ: হে আল্লাহ! আমি নিজের উপর অনেক জুলুম করেছি, আর আপনি ব্যতীত গুনাহ খাতা কেউ ক্ষমাকারী নেই। অতএব আপনি নিজ গুণে আমাকে ক্ষমা করে দিন এবং আমার প্রতি রহম করুন, কেননা আপনি অতিশয় ক্ষমাশীল ও দয়ালু। -বুখারী মুসলিম

৩. অথবা, এভাবেও পাঠ করা বিধেয়-

«اللهم اغفرلي ما قدمت، وما أخّرت، وما أسررت، وما أعلنت، وما أسرفت، وما أنت أعلم به مني - أنت المقدم، وأنت المؤخر لا إله إلا أنت» (رواه مسلم)

উচ্চারণ: আল্লাহুম্মাগফিরলি মা ক্বাদ্দামতু ওয়ামা আখ্খারতু ওয়ামা আসরারতু ওয়ামা ‘আলানতু ওয়ামা আসরাফতু,ওয়ামা আনতা আয়লামু বিহি মিন্নী, আন্তাল মুকাদ্দিমু ওয়া আন্তাল মু’আখ্খিরু লা-ইলাহা ইল্লা আন্তা। -সহিহ মুসলিম

অর্থ: হে আল্লাহ! আপনি আমার সকল গুনাহখাতা ক্ষমা করে দিন যা পূর্বে ও পরে, গোপনে ও প্রকাশ্যে করেছি, যা সীমা লঙ্ঘনজনিত গুনাহ এবং যে সম্পর্কে আপনি আমার চেয়ে অধিক জ্ঞাত। আপনি যা চান অগ্রগামী করুন ও যা চান পশ্চাতে নিয়ে যান আর আপনি ব্যতীত প্রকৃত মা‘বূদ বা উপাস্য নেই।

৪. এ দোআটি পাঠ করা যায় এভাবেও-

«اللهم إني أعوذ بك من البخل، وأعوذ بك من الجبن، وأعوذ بك أن أرد إلى ارذل العمر، وأعوذ بك من فتنة الدنيا وعذاب القبر» (رواه البخاري)

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আ‘উযুবিকা মিনাল বুখলি, ওয়া আ‘উযুবিকা মিনাল জুবনি, ওয়া আ‘উযুবিকা আন উরাদ্দা ইলা আরযালিল উমরে, ওয়া ফিতনাতিদ দুনিয়া ওয়া আ‘উযু বিকা মিন আযাবিল কাবরি। -সহিহ বুখারী

অর্থ: হে আল্লাহ! আমি আপনার নিকটে আশ্রয় চাই কৃপণতা, কাপুরুষতা ও আশ্রয় চাই চরম বার্ধক্যে উপনীত হয়ে যাওয়ার এবং আপনার নিকট আশ্রয় চাই পৃথিবীর ফিতনা থেকে ও কবরের আযাব হতে।

পরিশেষে...

বাংলায় আরবির যথাযথ ও সঠিক উচ্চারণ করা নিতান্ত কঠিন একটি কাজ। তদুপরি আমরা যারা এখনও আরবি শিখিনি মূলত: তাদের কথা চিন্তা করেই আরবির পাশাপাশি বাংলা উচ্চারণ যুক্ত করে দেয়া হলো। তাই আমাদের সকলেরই উচিত, দ্রুততার সাথে সহিহ উচ্চারণে আরবি পড়তে শিখে নেয়া এবং আরবি দেখে দেখেই দোআগুলো পাঠ করা এবং শিখে নেয়ার চেষ্টা করা। এতে ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআ'লা উত্তম তাওফিকদাতা।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫৯
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণতন্ত্র আর বাক-স্বাধীনতার আলাপসালাপ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২৭ শে মার্চ, ২০২৪ বিকাল ৪:২৩


একাত্তর সালে আওয়ামী লীগের লোকজন আর হিন্দু ধর্মাবলম্বীরা ছিল পাকবাহিনীর প্রধান টার্গেট। যদিও সর্বস্তরের মানুষের ওপর নিপীড়ন অব্যাহত ছিল। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছিল। মুক্তিযোদ্ধা আর তাদের পরিবারের... ...বাকিটুকু পড়ুন

কাফের কুফফারদের দেশে বাস করা হারাম।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৭ শে মার্চ, ২০২৪ রাত ৯:১৩

ফেসবুকে বাঙালিদের মধ্যে ইদানিং নতুন এক ফতোয়া চালু হয়েছে, এবং তা হচ্ছে "দাওয়াতের নিয়্যত ছাড়া কাফের কুফফারদের দেশে বাস করা হারাম।"
সমস্যা হচ্ছে বাঙালি ফতোয়া শুনেই লাফাতে শুরু করে, এবং কোন... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের মুমিনী চেহারা ও পোশাক দেখে শান্তি পেলাম

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মার্চ, ২০২৪ রাত ৯:৫৮



স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্টেজে উঠেছেন বত্রিশ মুক্তিযোদ্ধা তাঁদের চব্বিশ জনের দাঁড়ি, টুপি ও পাজামা-পাঞ্জাবী ছিলো। এমন দৃশ্য দেখে আত্মায় খুব শান্তি পেলাম। মনে হলো আমাদের মুক্তিযোদ্ধা আমাদের মুমিনদের... ...বাকিটুকু পড়ুন

দু'টো মানচিত্র এঁকে, দু'টো দেশের মাঝে বিঁধে আছে অনুভূতিগুলোর ব্যবচ্ছেদ

লিখেছেন মোহাম্মদ গোফরান, ২৮ শে মার্চ, ২০২৪ রাত ১২:৩৪


মিস ইউনিভার্স একটি আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার নাম। এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীরা অংশগ্রহণ করলেও কখনোই সৌদি কোন নারী অংশ গ্রহন করেন নি। তবে এবার রেকর্ড ভঙ্গ করলেন সৌদি... ...বাকিটুকু পড়ুন

আমাদের দুই টাকার জ্ঞানী বনাম তিনশো মিলিয়নের জ্ঞানী!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৮ শে মার্চ, ২০২৪ রাত ২:৫৯

বিশ্বের নামীদামী অমুসলিমদের মুসলিম হয়ে যাওয়াটা আমার কাছে তেমন কোন বিষয় মনে হত না বা বলা চলে এদের নিয়ে আমার কোন আগ্রহ ছিল না। কিন্তু আজ অষ্ট্রেলিয়ার বিখ্যাত ডিজাইনার মিঃ... ...বাকিটুকু পড়ুন

×