
অখন্ড অবসর চাই, অফুরান সময়,
প্রকৃতির কোলে; দুবলা ঘাসের ছোয়ায়।
নিঃশব্দে ভেসে যাবে সময়ের ভেলা,
হৃদয়ের গহীনে খুঁজে পাব স্নিগ্ধতার মেলা।
পাহাড়ের বুনো সারি মেঘের মুলুক,
ঝর্ণার সুর জাগিয়ে তোলে প্রেমের অসুখ।
বাতাসে গন্ধ ফুলের মিশে একাকার,
বৃক্ষ ছায়ায় নুয়ে আসে সাঁঝের আঁধার।
দিবসের অবসানে গোধুলি নামে,
নিঃসঙ্গ আকাশ বুকে রক্তিম খামে।
শুধু তুমি, আর প্রকৃতি—ভালোবাসায়,
আমার অখন্ড অবসর—স্বর্গবাসায়।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



