
ইহা, উহা, ইহার, উহার, ইহাকে, উহাকে - ইত্যাকার সাধু ভাষার শ্রুতিমধুর কিছু শব্দসম্ভারের প্রয়োগ কদাচিত আমাদের প্রিয় সামু ব্লগে দৃশ্যমান হয়। এসব শব্দ অধিকহারে ব্যবহার করিতে দেখা যায় এমন একজন ব্লগারের জনৈক খাস সাগরেদকে ইদানিং ধর্মবিদ্বেষ (ঘটনাটা যে শুধুমাত্র ইসলাম ধর্মের বিরুদ্ধেই হয়ে থাকে তা বলা বাহুল্য) ছড়ানোর গুরুদায়িত্ব বেশ নিষ্ঠার সহিত পালন করিতে দেখা যাইতেছে। তিনি এই ক্ষেত্রে দিনকে দিন উল্লেখযোগ্য পরিমানে উন্নতিও করিতেছেন বলিয়া সাম্প্রতিককালে প্রতীয়মান হইতেছে।
মূলতঃ ইসলাম ধর্ম সম্মন্ধে তাহার বিভিন্ন আপত্তিকর লেখা ও পোস্টকে ব্লগারবৃন্দ অনেকেই সাধারণতঃ এই যুক্তিতে সিরিয়াসলি না নিয়ে বরং পাশ কাটাইয়াই যাইতে চাহেন যে, তিনি একটু আত্মভোলা কিসিমের, এমনকি কেউ কেউ তাহাকে জেনারেল এরশাদের দ্বিমুখী চরিত্রের সাথে তুলনা করিয়া একথাও বলিতে চাহেন যে, তিনিও এরশাদের মতই সকালে এক কথা আবার বিকেলে আরেক কথা বলিতে অভ্যস্ত, সুতরাং তাহার কথা অতটা ধরিয়া লাভ কী?
প্রশ্ন হইতেছে, তিনি কি সত্যি সত্যিই আত্মভোলা? ইসলাম ধর্ম বিষয়ক তাহার আপত্তিকর লেখাগুলো, পোস্টগুলো কি সত্যি সত্যিই এড়িয়ে যাওয়ার মত? একজন ব্যক্তি তাহার পোস্টে ইনাইয়া বিনাইয়া দিনের পর দিন ধর্ম বিদ্বেষ ছড়াইতেই থাকিবেন, ইহা তো কোনোভাবে কাম্য হইতে পারে না। বিশেষ করিয়া ইসলাম ধর্ম সম্মন্ধে আপত্তিকর কথাবার্তা বলিতেই থাকিবেন- ইহা যুক্তিগ্রাহ্য হইতে পারে বলিয়া বোধগম্য হইতেছে না।
তাহার কিংবা অন্য কাহারও যদি ইসলাম ধর্ম ভালো না লাগে তাহলে তিনি বা উহারা তাহা পরিহার করিতেই পারেন এমনকি তাহার বা তাহাদের বাবা মা প্রদত্ত নিজেদের নামও ইচ্ছা করিলে পাল্টাইয়া রাখিতেই পারেন। সেই স্বাধীনতা তাহার বা তাহাদের থাকিতেই পারে, কিন্তু তিনি বা তাহারা অন্যদের ধর্মবিশ্বাসে আঘাত দিয়া একের পর এক পোস্ট নামের অখাদ্য জিনিষ প্রসব করিতেই থাকিবেন - এই অধিকার তাহাকে বা তাহাদেরকে কে দিয়াছে?
রাষ্ট্র কিংবা সামহোয়্যার ইন ব্লগ কি কাউকে অন্যের ধর্মীয় বিশ্বাসে আঘাত করার অনুমতি দেয়? যদি না দিয়া থাকে, তাহলে রাষ্ট্রের এবং ব্লগের নিয়ম পরিপন্থী কার্যে লিপ্ত থাকার দায়ে উহাকে কেন ব্লগনীতিমালার আওতায় আনা হইবে না? মান্যবর মডারেটর মহোদয়ের নিকট বিনীতভাবে এই প্রশ্নটি উত্থাপন না করিয়া পারিতেছি না বলিয়া আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করিতেছি। সঙ্গত কারণেই সংশ্লিষ্ট ব্লগারের নামোল্লেখ করা হইতে বিরত থাকিয়াছি। তবে আশা করি মডারেটর মহোদয় ইঙ্গিতেই বিষয়টি অনুধাবন করিতে পারিবেন এবং উহার ব্লগ, কমেন্টস পর্যবেক্ষণ করিতে সক্ষম হইবেন।
সহৃদয় ব্লগার বন্ধুদের নিকট এই বিষয়টিতে তাহাদের মূল্যবান মতামত আশা করিতেছি।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০২৫ সকাল ১০:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



