
মহান আল্লাহ তাআলা তাঁর অসীম রহমতে আমাদেরকে ভাষার মতো অনন্য একটি নেয়ামত দান করেছেন। মনের ভাব প্রকাশের জন্য তিনি অঞ্চল ও জাতিভেদে মানুষকে তাদের নিজস্ব মাতৃভাষা দিয়েছেন। এই ভাষাগত বৈচিত্র্য পৃথিবীকে সৌন্দর্য ও সমৃদ্ধিতে ভরিয়ে দিয়েছে। আল্লাহর এই সৃজনশীলতা ও কুদরতের নিদর্শন আমাদের হৃদয়কে প্রশান্তি দেয়, আর তাঁর সামনে সিজদায় অবনত হতে প্রেরণা জোগায়। সুবহানাল্লাহ! ভাষা শুধু মনের ভাব প্রকাশের মাধ্যমই নয়, এটি একটি জাতির সংস্কৃতি, সভ্যতা ও ঐতিহ্যের মৌলিক ভিত্তি। আজ আমরা কুরআন ও হাদিসের আলোকে মাতৃভাষার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করব।
কুরআনের আলোকে ভাষার বৈচিত্র্য
মহান আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন:
وَمِنْ ءَايَٰتِهِۦ خَلْقُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَٱخْتِلَٰفُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَٰنِكُمْ إِنَّ فِى ذَٰلِكَ لَءَايَٰتٍۢ لِّلْعَٰلِمِينَ
"আর তাঁর নিদর্শনসমূহের মধ্যে রয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে।" -সূরা রূম: ২২
এই আয়াতে আল্লাহ তাআলা ভাষার বৈচিত্র্যকে তাঁর কুদরতের নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন। মানুষের ভাষা, বর্ণ ও সংস্কৃতির এই বৈচিত্র্য কোনো বিভেদের কারণ নয়; বরং এটি আল্লাহর সৃষ্টির সৌন্দর্য ও মহিমা প্রকাশ করে। এই বৈচিত্র্য আমাদেরকে একে অপরের সাথে পরিচিত হতে, শিখতে এবং সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে সাহায্য করে।
হাদিসের আলোকে ভাষার গুরুত্ব
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ভাষার শক্তি ও সৌন্দর্যের গুরুত্ব তুলে ধরেছেন। তিনি বলেছেন:
إِنَّ مِنْ بَيَانِ الرَّجُلِ لَسِحْرًا
"নিশ্চয়ই মানুষের বাগ্মিতা (ভাষার সৌন্দর্য) একপ্রকার জাদু।" -সহিহ বুখারি: ৫৭৬৭
এই হাদিস থেকে বোঝা যায়, ভাষা শুধু মনের ভাব প্রকাশের মাধ্যমই নয়, এটি মানুষের হৃদয়কে আকর্ষণ করার এবং সত্যের দিকে আহ্বান করার একটি শক্তিশালী হাতিয়ার। সুন্দর ও মার্জিত ভাষা মানুষের মনে গভীর প্রভাব ফেলে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
ইসলামে ভাষার ব্যবহারের নির্দেশনা
ইসলাম ভাষার ব্যবহারে শালীনতা ও সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে। কুরআনে আল্লাহ তাআলা বলেন:
وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا
"তোমরা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলো।" -সূরা বাকারা: ৮৩
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ
"যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন কল্যাণকর কথা বলে অথবা নীরব থাকে।" -সহিহ বুখারি: ৬০১৮, সহিহ মুসলিম: ৪৭
এই নির্দেশনা থেকে আমরা শিখতে পারি, ভাষার ব্যবহারে আমাদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে। অপ্রয়োজনীয়, কটু বা আঘাতমূলক কথা বলা থেকে বিরত থাকতে হবে। বরং সুন্দর ও হৃদয়গ্রাহী ভাষায় মানুষের সাথে কথা বলাই ইসলামের শিক্ষা।
মাতৃভাষায় আল্লাহর বাণী প্রচার
আল্লাহ তাআলা প্রত্যেক নবী-রাসূলকে তাদের সম্প্রদায়ের মাতৃভাষায় প্রেরণ করেছেন, যাতে তারা আল্লাহর বাণী সহজে বুঝিয়ে দিতে পারেন। কুরআনে ইরশাদ হয়েছে:
وَمَاۤ اَرْسَلْـنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا بِلِسَـانِ قَوْمِــهٖ لِـیُـبَیِّنَ لَهُمْ
"আমি যত রাসূল প্রেরণ করেছি, তাদের প্রত্যেককেই প্রেরণ করেছি তাদের নিজ সম্প্রদায়ের ভাষায়, যাতে তারা আমার বাণী তাদের ভালো করে বুঝিয়ে বলতে পারে।" -সূরা ইবরাহীম, ১৪:৪
এই আয়াত থেকে স্পষ্ট যে, মাতৃভাষায় জ্ঞান ও বাণী প্রচার করা আল্লাহর একটি সুন্নত। পবিত্র কুরআন আরবি ভাষায় নাযিল হলেও এর শিক্ষা ও বার্তা সর্বজনীন। আল্লাহ তাআলা বলেন:
اِنَّاۤ اَنْــزَ لْنٰهُ قُــرْءٰنًا عَــرَ بِـیًّا لَّـعَـلَّـكُمْ تَعْــقِلُوْنَ
"(আরব্য পরিবেশে) আরবী ভাষায়ই আমি কোরআন নাযিল করেছি, যেন তোমরা তা বুঝতে পার।" -সূরা ইউসূফ, ১২:২
মানুষ: আল্লাহর সেরা সৃষ্টি
মানুষ আল্লাহর সেরা সৃষ্টি। আল্লাহ তাআলা বলেন:
وَلَقَدْ کَرَّمْنَا بَنِیْۤ اٰدَمَ
"আমি আদমসন্তানকে বিশেষ সম্মান দিয়েছি।" -সূরা বনী ইসরাঈল, ১৭:৭০
মানুষকে আল্লাহ জ্ঞান, বুদ্ধি ও ভাষার মতো অনন্য নেয়ামত দান করেছেন। তিনি বলেন:
اَلرَّحْمٰنُ ۙ﴿۱﴾ عَلَّمَ الْقُرْاٰنَ ؕ ﴿۲﴾ خَلَقَ الْاِنْسَانَ ۙ﴿۳﴾ عَلَّمَهُ الْبَیَانَ ﴿۴﴾
"পরম করুণাময়। শিক্ষা দিয়েছেন কোরআন। মানুষকে সৃষ্টি করেছেন। আর তাকে শিখিয়েছেন মনের ভাব বর্ণনা করতে।" -সূরা রহমান, ৫৫:১-৪
শেষ কথা
ভাষার সৌন্দর্য ও বৈচিত্র্য আল্লাহর কুদরতের অন্যতম নিদর্শন। ইসলাম আমাদেরকে ভাষার সঠিক ব্যবহারের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছে। আমাদের উচিত মাতৃভাষাকে সম্মান করা, এর সৌন্দর্যকে কাজে লাগিয়ে মানুষকে সত্যের দিকে আহ্বান করা এবং আল্লাহর সৃষ্টির এই নিদর্শনকে যথাযথভাবে মূল্যায়ন করা। আল্লাহ আমাদেরকে ভাষার সদ্ব্যবহারের তৌফিক দান করুন। আমিন।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



