
জ্বি, তেজিই বটেন তিনি! মানুষ যেখানে একটি বিয়ে করে সংসার সামলাতে পারে না, সেখানে তিনি একের পর এক বিয়ে করে রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন! স্বীকার না করে উপায় নেই, বউ ভাগ্যও তার সেই লেভেলের! থাক, থাক, ইহাকে নিয়ে বেশি কিছু লিখতে রুচিতে বাঁধে। অবশেষে তিনি গ্রেপ্তার হয়েছেন। বলছিলাম, শরীয়াহ-ভিত্তিক নিকাহ (বিবাহ) কনসালট্যান্ট প্ল্যাটফর্ম ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’–র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীর কথা। বেরসিক পুলিশ এই প্রেমিক প্রবরকে অবশেষে গ্রেপ্তার করেছে।
আজ রোববার (২৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকার আটিবাজারের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কারও বিপদে যেহেতু আনন্দিত হওয়া উচিত নয়, সেজন্য এই ঘটনায় আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি! উহার খায় খেদমতে যাতে কোনরূপ বিঘ্ন না ঘটে সেজন্য আপাতত উহার সঙ্গে কিছু সংখ্যক বউকে খেদমতগার হিসেবে দেওয়ার দাবী জানাচ্ছি!
নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার মুফতি মামুনুর রশিদ কাসেমী
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


