মুক্তিযুদ্ধকালীন সময়ে এই দেশ এ কত জন মানুষ মারা গিয়েছিল তা নিয়েও অন্যদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চেয়েছে তারা। শুধুমাত্র এই বিষয় নিয়ে যা লিখা আছে তার কিছু অংশ এখানে তুলে দিচ্ছি।
---------------------------------------------
"সে সময় বাংলাদেশের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি অর্থাৎ ৭৫ মিলিয়ন। যে কোন স্কুল ছাত্রও হিসাব করে বের করতে পারে, তিরিশ লাখ মানুষের মৃত্যু হলে প্রতি ২৫ জনে মারা যেতে হয় একজনকে। যে গ্রামে ১ হাজার মানুষের বাস সে গ্রামে মারা যেতে হয় ৪০ জনকে। ঘটনাক্রমে সে গ্রামে কেউ মারা না গেলে পরবর্তী গ্রামটি যদি হয় ১ হাজার মানুষের তবে সেখান থেকে মারা যেতে হবে ৮০ জনকে। যে থানায় ১ লাখ মানুষের বাস সেখানে মারা যেতে হবে ৪ হাজার মানুষকে।
প্রতি থানায় ও প্রতি গ্রামে মৃত্যুর সংখ্যা এ হারে না হলে ৩০ লাখের সংখ্যা পূরণ হবে না। তাই এটি কি বিশ্বাসযোগ্য? সে সময় তৎকালীন পূর্ব পাকিস্তানে পাক-বাহিনীর সংখ্যা ছিল প্রায় ৭০ হাজার। ৭০ হাজার পাকিস্তানী সৈন্যের পক্ষে কি সম্ভব ছিল বিল-হাওর, নদীনালা, দ্বীপ ও চরাভূমিতে পরিপূর্ণ একটি দেশের প্রায় ৭০ হাজার গ্রামে পৌছানো?"
ওয়েবসাইটির লিংক - View this link
-----------------------------------------------
যারা অন্ধ এবং নির্বোধ, শুধুমাত্র তারাই এমন চিন্তা করতে পারে। আমার কাছে এই গবেষনা (!) হাস্যকর একটি কৌতুক ছাড়া আর কিছুই নয়। এই দেশের ই কিছু বাংলাভাষী মানুষ (সো কলড বাংলাদেশী) রা কিভাবে এই বাংলাদেশী জাতিকে এতটা বোকা ভাবতে পারে!! আমরা অন্ধ ও নির্বোধ নই যে আমাদেরকে যা ইচ্ছা তাই বুঝায় দিলে হবে। আর এই তথ্য প্রযুক্তির যুগে তথ্যের মাধ্যমে সত্যকে ঢেকে রাখা অথবা মিথ্যাকে সত্য বানানো অনেক কঠিন।
শিবির কর্মীদের এই ওয়েবসাইট আইডিয়া ফ্লপ যাক, এই কামনা করি।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০০৯ রাত ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




