কিছু মানুষ কতটা অতিরিক্ত করেছে পাকিস্তানকে সমর্থন দেখাতে গিয়ে যে একজন পাকিস্তানি মেয়ে বাংলাদেশকে পাকিস্তান ভাবতে শুরু করেছিল! নিচের লিঙ্কটি একটি পাকিস্তানি খবরের কাগজের, যেখানে একজন পাকিস্তানি মেয়ে বাংলাদেশে এসে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যকার ম্যাচ দেখার অনুভূতি বর্ণনা করেছে।
আমি অন্য কোন ক্রিকেট খেলুড়ে দেশকে সমর্থন দেয়ার বিপক্ষে না। সমর্থন প্রকাশের নমুনা যদি এমন হয় যে সমর্থন প্রাপ্ত দেশের মানুষ আমাদেরকে তাদের নিজের দেশের মানুষ ভাবা শুরু করে অথবা আমাদের দেশকে নিজের দেশ ভাবা শুরু করে তাহলে আমি এমন বিশ্ব ভ্রাতৃত্বের বিরুদ্ধে! অন্তত আমার কাছে আমাদের পরিচয় এত সস্তা না যে কেউ চাইলেই সেই পরিচয় নিয়ে নিতে পারবে। আর পাকিস্তানের বেলায় তো কোন ভাবেই না।
পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ" এর খেলার আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে - "আমার ক্ষমতা থাকলে আমি সাত বছরের জেল দিতাম সেই সব বাংলাদেশী ক্রিকেট দর্শককে যারা আমাদের মাটিতে পাকিস্তানের পতাকা উড়াবে। এক্ষেত্রে কেউ যদি আমাকে বৈষম্যবাদী বলেন তাহলে এমন বৈষম্যবাদী হয়ে আমি গর্ব বোধ করি।"
আমি সেই দিন বুঝতে পারিনি যে কিছু মানুষ শুধু পাকিস্তানের পতাকা উড়িয়েই শান্ত থাকবে না, তারা পাকিস্তানের প্রতি এমন উন্মাদনাই দেখাবে, এত বাঁধ ভাঙ্গা সমর্থন জানাবে যে পাকিস্তানিরা ফেসবুকের একটি পেজ, "Bangladesh"- এ আমাদের ধন্যবাদ দিতে দিতে মুখে ফেনা তুলে ফেলবে! তাদের সেই লিখাগুলোর মাঝে যতটা না ধন্যবাদ ছিল, তার চেয়ে বেশি ছিল তিরষ্কার। আর ষোল আনা পূর্ণ করলো "সালেহা রিয়াজ" নামে এই পাকিস্তানি মেয়েটি।
লিঙ্কঃ View this link
[কিছু অংশবিশেষঃ
"every few minutes I would forget I wasn’t in Pakistan, that we weren’t allowed to co-host the World Cup, that our inability to protect our own citizens, let alone foreign teams, had deprived us of watching matches at home for years, and I would start talking in Urdu to the man selling souvenirs. Only to have him look at me all confused, making me realise I needed to switch to English."
before they had an international level cricket team, their support had been completely for Pakistan. And now we were number two on their list of favourites, for the simple reason that they were once a part of us.
the (only other) Pakistani next to me said — “I’ve had enough, I’m not getting up for the next one. I don’t understand how these supporters are so enthusiastic about a team that’s not theirs.”
- Published in The Express Tribune, March 25th, 2011.]
জানি না ৩০ শে মার্চ কত জন ভারতীয় বা পাকিস্তানি বাংলাদেশকে তাদের নিজেদের দেশ ভাবার সৌভাগ্য পাবে! নাকি বলা উচিত, কত জন বাংলাদেশী নিজের দেশকে বাংলাদেশ রূপে দেখার সৌভাগ্য পাবে!
আপনারা দয়া করে এমন ভাবে সমর্থন জানাবেন না যে আপনাকে কেউ পাকিস্তানি ভাবতে শুরু করে। হয়তো আপনাকে ভীনদেশী কোন মানুষকে শেষ পর্যন্ত বলতে হবে - "Believe me, I'm really Bangladeshi!"
আমি রাগান্নিত, অপমানিত ও লজ্জিত। আপনি হয়তো না! না হলেও আমি আপনাকে কোন দোষ দিব না। কারন আপনার কাছে তো অপমান ও লজ্জা ঢাকার জন্য আগে থেকেই উত্তর তৈরি আছে - "Dude! actually, I don't mix up game with politics. It's just a game. So, I don't care!"
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১১ রাত ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




