কথায় আছে মানুষের অভাবের শেষ নেই। আসলেই তাই, আমাদের দেশের রাজনীতির অবস্তা দেখে তা আরো দৃর হল।
আওয়ামিলীগ বা 14 দলের একের পর এক দাবির প্রেক্ষিতে দাবির পক্ষে যেীক্তিকতা নিয়ে প্রশ্ন না তুলে আগামিতে আওয়ামিলীগ বা 14 দলের দাবি কি কি হতে পারে সে বিষয়ে ভবিষ্যৎ বানী করছি।
01/ রাষ্ট পতিকে তত্তাবধায়ক সরকার প্রধানের পদ থেকে সরে দাড়াতে হবে।কারণ তিনি দলীয়। ( যা এখন চলমান )
02/ নিরপেক্ষ কাউকে সে পদে বসাতে হবে। ( যদিও তাদের দলীয় লোক ছারা অন্য কেউ নিরপেক্ষ হতে পারবে না। )
03/ ভোটার লিষ্ট সংষোধন করতে হবে। নির্বাচন মার্চ মাসে হলেও সমস্যা নেই।
04/ আমাদেরকে নির্বাচন করাতে সরকারী ভাবে সাহায্য করতে হবে।
05/ পরিশেষে নির্বাচনে বিজয়ী হবার নিশ্চয়তা দিতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



