মহান ভাষা শহীদদের স্মরনে আজ কিছু লেখার ইচ্ছা করছে।এ ছাড়া আর তেমন কিছু করার তো হিম্মত আমার মত অকৃতজ্ঞ বাঙালীর নাই।আমি শুধু পারি গলা ফাটিয়ে চিৎকার করতে আর চিন্তায় থাকি কেমনে অন্যের ভুলটা ধরে নিজেকে জ্ঞানী বুদ্ধিজীবি প্রমান করা যায়।।
থাক এইসব ফাউল প্যাচাল পেড়ে আর কি হবে?এই রকম প্যাচাল তো আর আমরা কম পারি না।।
তাই আজ কিছু ঘটনা শোনাব সবাইকে.....
ঘটনা - ১ -
কয়েকদিন আগে একটা টিউশনি শুরু করেছি।যেদিন প্রথম গেলাম পরিচিত হতে বাসায় , গিয়ে দেখি ছাত্র পড়ে ক্লাস থ্রি তে (অবশ্যই ইংলিশ মিডিয়ামের, না হলে কি আর বুঝানো যায় যে ফ্যামিলি স্ট্যাটাস কত উপ্রে??)।তো যথারীতি কথা বলতে বলতে ছাত্রের মায়ের কাছে জানা গেল ছাত্র মোটামুটি সব বিষয়ে বেশ ভালো শুধু বাংলা তে কিছু সমস্যা । অবশ্য তাও তিনি আশার বাণি শোনালেন যে তিনিই দেখবেন বাংলাটা এবং একটা পরামর্শ দিলেন ছাত্রের সাথে যথাসম্ভব ইংরেজীতে কথা বলতে তাহলে নাকি ছেলে ভালো বুঝবে।।
এ তো গেল ছাত্রের কথা।ছাত্রের আবার পিচ্চি একটা বোন আছে এখনো স্কুলে ভর্তি হয় নি(তবে কথা বেশ ভালোই বলতে পারে)।পরশু দিন আমি যখন পড়াচ্ছি ছাত্রকে তখন অই পিচ্চি পাশে খেলছিল আর মাঝে মাঝে কথা বলছি।কিছুক্ষন পর খেয়াল করলাম ও চেষ্টা করছে বেশির ভাগ কথা হিন্দি তে বলতে এবং বেশ পরিষ্কার ও সাবলীল ভাবেই বলছে।তখন আমি জিজ্ঞেস করলাম আরে তুমি হিন্দিতে কথা বলতে পার? এরপর যে উত্তরটা দিল আমি সেটা কোড করছি " ছেলেরা কথা বলে বাংলায় আর মেয়েরা কথা বলতে পারে হিন্দিতে" (কথাটা যারা পড়ছেন তাদের কতটা বিশ্বাস করছেন জানি না তবে আমি নিজে ঐ মুহূর্তে বিশ্বাস করতে পারি নি।) ঐ মেয়ের মুখ থেকে এই কথা বলার মানে হল তার মা সারাদিন তাকে নিয়ে বসে বসে হিন্দি সিরিয়াল দেখে।।
ঘটনা - ২ -
এইবার যাই আমার নিজের ফ্যামিলিতে।কিছুদিন আগে বাড়িতে গিয়েছিলাম ,গিয়ে দেখি আমার একটা ভাগিনা এসেছে (ক্লাস সিক্সে ভর্তি হয়েছে আমাদের বাসা থেকে স্কুলে যাওয়া আসা করে)।ও থ্রি থেকে ফাইভ পর্যন্ত একটা আবাসিক স্কুলে পড়েছে।তো বাসায় যাওয়ার অল্প দিনেই বুঝলাম হিন্দি সিনেমার মোটামুটি মিনি ডিকশনারী হয়ে গেছে।ওর কাছে এন্টারটেইনমেন্ট মানে হিন্দি সিরিয়াল আর সিনেমা ।একদিন ওর কাছে জানতে চাইলাম এই সিনেমা টিনেমা সম্পর্কে এত কিছু জানল কিভাবে? তখন বলল এইসব সিমেনা ও দেখেছে স্কুলে, অবসরে স্কুলে দেখাত।ঘটনা এই পর্যন্ত হলেও কোন ব্যাপার ছিল না।কিছু এর পরও আরো কিছু আছে।পরদিন ও ওর খালামনির কাছে বিশ্বকাপ ক্রিকেট দেখার জন্য অনুমতি চেয়ে বলল - খালা মনি আমাকে শুধু যেদিন ইন্ডিয়ার খেলা থাকবে সেদিন টিভি দেখতে দিও।এই কথা শুনে আমি বললাম কেন তুমি আর অন্যকোন ম্যাচ দেখবে না?বাংলাদেশের? ও বলে - না।আমি তো ইন্ডিয়ার সার্পোটার।।
ঘটনা - ৩ -
গত ১৪ ফেব্রুয়ারি গিয়েছিলাম বই মেলাতে।ঘুরতে ঘুরতে একটা স্টলের সামনে এসে দাঁড়িয়েছি।নামটা ভুলে গেছি দোকানটার, তবে ওখানে ক্রিকেটের বেশ কিছু বই ছিল।তো ঐ সময় এক ভদ্রলোকের সাথে একটা ছেলে এসেছে (বয়স ১০-১২ হবে)।ও ক্রিকেটে বই খুজছে দেখে দোকানদার ওকে বাংলাদেশ টীমের প্লেয়ারদের নিয়ে লেখা একটি বই দিল।আর সাথে সাথে ও বলে উঠল আমি এই বই নিব না।অভিভাবক জিজ্ঞেস করল কেন?কমন উত্তর দিল - আমি তো ভারতের সার্পোটার।
এই হল অবস্থা।আমার এই লেখার উদ্দেশ্য ভারত বিরোধিতা নয়।কারন উপরোক্ত একটা ঘটনার জন্যই আমি ভারতকে দায়ী করতে পারব না।ভারত সরকার কিংবা কোন মানুষ এসে আমাদের বলে দেয় নি তোমরা তোমাদের ছেলেমেয়েদের হিন্দি শেখাও জন্মের পর থেকে কিংবা সারাদিন বসে বসে হিন্দি সিরিয়াল দেখো।
এখন কথা হচ্ছে তাহলে কেন আমরা এখনও আমরা এগুলো করছি?এই পরিস্থিতিতে তো ভারতকে দোষারোপ করে কোন লাভ নাই।তারা চেষ্টা করছে তাদের সংস্কৃতিকে ছড়িয়ে দিতে যা অন্য যে কোন দেশ করবে।আর এ জন্য তারা পরিশ্রম ও করছে আর তার ফলও পাচ্ছে।
মাঝে মাঝে মনে হয় আমাদের দেশে ইন্ডিয়ান সিরিয়ালগুলো (হিন্দি তো আছেই এখন বাংলাগুলোও মানুষ দেখছে) কেন এত দেখে?আমাদের দেশের নাটকের থেকে মানে ও গুনে যে খুব ভালো তা মনে হয় নি।।তারপরও মানুষ বাংলাদেশের নাটক না দেখার সবচেয়ে বড় কারন মনে হয় পরিকল্পনাহীনতা আর মাত্রাতিরিক্ত বিজ্ঞাপন।ইন্ডিয়ান চ্যানেলগুলোতে যে বিজ্ঞাপন কম দেয় তা নয় কিন্তু বিজ্ঞাপনের সময়টা একটু কম হয়।একদিন বাংলাদেশের যেকোন চ্যানেলে নাটক দেখতে বসেন,আশা করি বুঝবেন (অনেকে আগেই বুঝেছেন)।।
জন্মের পর থেকেই যদি বাচ্চাদের দেখাই বাংলাদেশের নিজস্ব বলতে কিছু নাই তাইলে আর কোন দুঃখে তারা বলবে আমি বাংলাদেশের সাপোর্টার?????
(অনেক্ষন আজাইড়া প্যাচাল পাইড়া আপনাদের মুড মনে হয় নষ্ট করে ফেলেছি, ক্ষমা করবেন তাইলে
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




