তোমরা কোন কবিকে ভাষার মিছিলে শামিল করো না-
তোমাদের সুখের নিদ্রায় উৎপাত করবে কবিতা-মাতাল...
ওরা শুধু দীর্ঘশ্বাসের শব্দ খোঁজে-
পাথরের কান্না শোনে নদীর বুকে
তৃষ্ণার ঠোঁটে পান করে অমৃত শুধা
তোমরা কোন কবিকে জানিও না একুশের স্মৃতি
তোমাদের চৈতন্যে নির্ঘাত বসাবে চেতনার ছুরি
বিষবাষ্পে ছেয়ে যাবে তোমাদের উঠোন ! সুতরাং সাবধান !
তোমরা কখোনই কান দিও না কবির আর্তনাদে...

সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




