গচ্ছিত ভাবনায় মিশে থাকে আকাঙ্ক্ষার স্যানাটোরিয়াম
পায়ের তলায় অতল জলের কোরাস
জীবন আর মৃত্যুর মধ্যখানে
নির্বাপিত বুক নিশ্চল গোপন ভিজিয়ে রাখে
বিধ্বস্ত জাহাজের ছবি আঁকে;
মেঘের শৌর্যে পাঠ করে ঝড়ের আর্তনাদ
কারার অশ্রুতে উঠে আসে নিষিদ্ধ ভায়োলিন;
কনডেম্ ন্ড সেল-এর ঝুলন্ত জিহ্বায়
অসংখ্য নক্ষত্র মৃত্যু গোনে
আর নাগরিক চোখ জাগিয়ে রাখে অগনিত প্রতীক্ষার বিশ্বাস।

সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




