
এটা আমার গাঁয়ের পথে যাবার বেলায়... আমার গ্রামটি কুমিল্লা জেলায় গোমতী নদীর ধারে। নৌকায় করে যাওয়ার সময় ছবিটি তোলা।

বেলাশেষের ক্লান্ত পথিক যখন বাড়ি ফিরছিলেন তখন এই ছবিটি তোলা। সন্ধ্যাবেলার ক্ষণকালের মোহনীয় আলোয় কলাতলী সৈকতের এই ছবিটি তুলতে বেশ ঝক্কি পোহাতে হইছিল। ওনাকে বললাম, "চাচা, আপনার একটা ছবি তুলবো?" উনি সম্মতি দেওয়ার পর যেই ক্যামেরায় ক্লিক করতে যাবো অমনি উনি দাঁড়িয়ে যাচ্ছিলেন। উহু, হচ্ছে না কিছুতেই... ওনাকে যতই বলি যে, এভাবে দাঁড়িয়ে গেলে তো হবে না। কিন্তু কে শোনে কার কথা। এদিকে চারপাশ দ্রুত অন্ধকার হয়ে আসছিল। এক পর্যায়ে আমি বললাম, "চাচা মিয়াঁ, আপনে আপনার মতো হেঁটে চলে যান। আপনার অন্য কোন চিন্তা করা লাগবে না।" উনি এই কথা শুনে যেই না হাঁটা ধরলেন অমনি দিলাম একটা ক্লিক।

আমার ব্যাগে সবসময়েই একটা ক্যামেরা থাকে। সাইবার শট অবশ্য

আমি একজন আনাড়ি ফটোগ্রাফার; কিন্তু তারপরও যে অতি অল্প কিছু ছবি আমি তুলে নিজেকে নিজেই অনেক খুশি করতে পেরেছি তার মধ্যে এটি অন্যতম।

স্টুডেন্ট পড়িয়ে টিউশনি শেষে আপন ডেরায় ফিরছিলাম। পথে একটা ওভারব্রিজ পড়ে যেখান থেকে কমলাপুর রেলস্টেশন দেখা যায়। সেই ফিরতি পথেরই কোন এক অজানা সন্ধ্যায় এই ছবিটি তোলা।

কাজিনদের সাথে ফারুকীর "টেলিভিশন" মুভিটা দেখার জন্য সিনেপ্লেক্সে গিয়েছিলাম আর কোন কারণ ছাড়াই ছবিটা তুলেছিলাম।

ক্যামেরা নিয়ে ঘুরাঘুরি করার যে স্বভাব তারই কারণে কোন এক সময় এখানে আসা। বাউনিয়ার এই জায়গাটা থেকে বিমানের উড্ডয়ন আর অবতরণ সবচেয়ে ভালো দেখা যায়। সেদিনের আকাশটা ছবির মতোই বেগুনি (!) রঙের ছিল কিন্তু...

এটা কোন এক মেঘাচ্ছন্ন ঈদের সকালে জাতীয় ঈদগাহ থেকে নামাজ পড়ে বের হবার পর তোলা।

এই গেলো ঈদ-উল ফিতরে যে ইত্যাদিটা হল আমি সেটার শুটিং দেখতে মিরপুরের ইনডোর স্টেডিয়ামে গিয়েছিলাম। যে সময় এই ছবিটা তুলেছিলাম তখন শুরুতে থাকা ৩, ০০০ দর্শকের (স্বেচ্ছাসেবকদের ভাষ্যমতে) মাঝে ছিল জনা ত্রিশেক মাত্র।

আলেখারচরের যুদ্ধজয়; '৭১ এর ভাস্কর্য। বিকাল বেলায় তোলা এই ছবিটা আরো সুন্দর হতে পারতো যদি ক্যামেরার পিছনে আমি না থেকে আরো প্রতিভাবান, ঝানু কেউ থাকতো...

আফতাব নগরে কোন এক শরৎ সন্ধ্যায়...

গত বছর (২০১৩ সালে) অলিম্পিক ডে রানে অংশ নিয়েছিলাম।

ফ্লাডলাইট... সাথে নীল আকাশের নীচে সাদা মেঘের ভেলা।

ঢাকা ইউনিভার্সিটি টুরিস্ট সোসাইটির সাথে লামার আলীকদম গুহায় যাওয়ার সময় বাস বিরতির ফাঁকে ছবিটা তোলা। সবাই নেমেছিল প্রকৃতির ডাকে সাড়া দিতে

তিন নেতার মাজার... আমার ডিপার্টমেন্টের পাশেই এই মাজারটি। চা খেতে যখন নিচে নামি তখন রাস্তার ওপাশেই চোখে পড়ে এটি। "নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা"র কোন এক সময় হয়তো তুলেছিলাম, ঠিক খেয়াল নাই...
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
চলতে ফিরতে যেসব ছবি ইচ্ছা করে বা মনের অজান্তেই তুলে ফেলি সেগুলোর কয়েকটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু একজন ডিএসএলআরবিহীন
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




