একটা ঘর চেয়েছিলাম
শুধু চার দেয়ালের একটা ঘর!
নাহ্,আমারি ভুল ছিল
শুধু কি ঘর হলেই হতো?হতো না,
একটা তেল চিটচিটে বালিশ,
একটা শত ছিদ্রের মশারী,
আর একটা ছোট্ট খাট।
দেয়ালে টাঙ্গানো একটা ছোট্ট আয়না
একটা পুরোনো চিরুনী,সস্তা সুগন্ধী তেল,
চোখের কাজল আর লাল লিপিস্টিক।
খুব বেশি সৌখিন হরে হয়তো একটা কটকটে গায়ে মাখার
সুগন্ধী ও থাকতে পারতো।
আমি তো শুধু চেয়েছিলাম একটু নিছিদ্র নিরাপত্তা
যেখানে আমি নির্ভয়ে আমার পাপ গুলোকে রেখে আসতে পারি।
মাইরি বলছি,এর বেশি কিছু চাওয়ার ছিল না আমার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


