
প্রথম যেদিন আপনাকে ভালোবাসি বললাম
ঘুণাক্ষরেও আমার মনে ছিলোনা আমি 'মানুষ'!
ইচ্ছে করলে আমাকে ক্ষমা করতে পারেন এবং-
আজ আপনি বিশ্বাস করতে পারেন আমাকে;
আমি এখন আর মানুষ নই; কনভার্ট হয়েছি অন্য প্রাণে।
'যদিও দু'পেয়েদের মন থাকে অজস্র কিন্তু চারপেয়েদের মন একটিই'।
যেহেতু আমি মানুষ নই; আপনি নির্ভয়ে ঘুমোতে যেতে পারেন
এবং স্বপ্নে হউক আপনার বহুলাকাঙ্খিত সমুদ্র ভ্রমণ।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



