
গরুর হৃদয় তবু চড়া দামে বিক্রি হয়;
খেতেও বেশ সুস্বাদু!
কিন্তু আপনি যে ক্যানো বড়াই করেন বুঝিনা আমি।
মরে যাবার পর পঁচে যায় আপনার হৃদয়
তবু আপনার হৃদয় নামক ত্রান কেন্দ্রে জড়ো হয় হাজারো রিফ্যুজি;
সেও আপনারই বাঁকা চোখের ইশারায়!
সেলাম রমণী, আপনি পারেনও বটে।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



