আমার সাথে "হাসান কালবৈশাখির" কিছু তর্ক বিতর্ক নিচে শেয়ার করলাম আপনাদের মতামত জানার জন্য। কার কোথায় ভুল ধরিয়ে দিলে পরে সাহায্য হবে নিশ্চয়ইঃ
আমার পোষ্ট: স্বাধীনতার আগে পাকিস্তান আমাদের যেভাবে শাসন আর শোষণ করত ভারত এখন আমাদের সেভাবে শাসন আর শোষণ করছে, তবে পার্থক্য হল তখন বাংলাদেশকে শাসন করত পাকিস্তান আর এখন শাসন করে আওয়ামীলীগ
হাসান কালবৈশাখির মন্তব্য: পাকিস্থান আমল পাকি শাসনে ভাল থাকলে পাকিস্তান চলে যান।
শুনে রাখেন, আর্থ-সামাজিক সহ সকল সুচকে বাংলাদেশ পাকিদের চেয়ে অনেক অগ্রগামী।
ইমরানখান পর্যন্ত বলেছে - "বাংলাদেশের পর্যায়ে পৌছুতে পাকিস্তানের আরো দশ বছর লাগবে"।
আমার জবাব: না পড়ে কমেন্ট করার অভ্যাস বাদ দেন @ হাসান কালবৈশাখী
হাসান কালবৈশাখির পোষ্টে আমার মন্তব্য: এই ব্যক্তি ত অন্যদের পোষ্টে যেয়ে না পড়েই নিজের মত কমেন্ট করে উজবুকের মত!
হাসান কালবৈশাখির মন্তব্য: অজাচিত ভাবে কাউকে উজবুক বলাটা কোন ধরনের ভদ্রতা?
অন্যদের পোষ্টে যেয়ে না পড়েই?
আপনার বালপোষ্ট পড়ার কি আছে, পোষ্ট ওপেন না করেই তো পুরো পোষ্ট দেখা যাচ্ছিল।
আপনার পোষ্টটি ছিল মাত্র দেড় লাইনের, ইমো সহ মাত্র দেড় লাইন।
এই দেড় আঙ্গুলের পোষ্টে ৩ বার ছিল পাকিস্তানের নাম, ১ বার ছিল বাংলাদেশের নাম।
আপনার পাকি বন্দনামুলক দেড় লাইনের প্রতিবাদে আমি মাত্র ৩ লাইন লিখেছি, এতেই আপনার গা জালা শুরু হয়ে উজবুক-
ফুজুবুক বলা শুরু ...
আমার জবাব: হা হা হা! যে ব্যক্তির মুখের ভাষা এত সুন্দর তার মনটা না জানি কত সুন্দর তা অজাচিত ভাবে কাউকে পাকিস্তানে চলে যেতে বলাটা কোন ধরনের ভদ্রতা গুরু
পাকিস্তানের নাম ৩ বার ছিল তাই আমাকে পাকিস্তানে যেতে হবে? আপনি ত দাদু একটা খনি তা দাদু পাকিস্তানের নাম ৩ বার কোথায় পেলেন একটু বলবেন কি? আমার জানা মতে পাকিস্তানের নাম ২ বার ছিল! নিজেই প্রমান করলেন যে পোষ্ট না পড়ে উজবুকের মত কমেন্ট করেছেন )
আমার পোষ্টে পাকিস্তানের বন্দনা ছিল? আসলে দাদু ভারতের জুতার তলা চাটতে চাটতে আপনাদের জ্বীহবার ছাল এমনভাবে উঠে গেছে যে ভারতের বিরুদ্ধে কিছু বললেই জ্বীহবায় ঝাল লেগে যায় আর আবোল তাবোল বলা শুরু হয়ে যায়। দালালি করতে ইচ্ছা করলে দুরে যেয়ে করেন, আমার পোষ্টে দালাল আর রাজাকারদের কোন জায়গা নাই।
লেখাটা ভারতের বিরুদ্ধে ছিল! আপনার যেহেটু গায়ে লেগেছে আপনাকে কি তাহলে পাকিস্তান চলে যেতে বলব
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৯ রাত ১২:৫৪