
দুই শালিক,
ঘাসের জমিনে উন্মত্ততার রেখায় ঘুরপাকে ব্যস্ত।
চঞ্চল মন চোখের দৃষ্টিতে
মুগ্ধতার বিমূর্ত চিত্রে- রঙ্গিন।
স্বচ্ছ জলে কফোটা উজ্জ্বল দিন
হাতছানি দিয়ে ডাকছে,
বিষণ্ণতার জল সেঁচা হয়ে গেছে,
উষর প্রান্তর জুড়ে নতুন বীজের রোপণ,
কোলাহল আসবে, আসবে জল,
তীরে ভিড়বে নতুন পাল,
আমার অপেক্ষার শেষ হবে।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



