"ঢাকামুখী লংমার্চের হুমকী বিজেপি" সংবাদটা পড়ে বাকরুদ্ধ হয়ে গেলাম........দেশটা কি মগের মুল্লক হয়ে গেল নাকি যে, ভারতের বিজেপি বাংলাদেশকে হুমকি দেয়!!!!
হিন্দু হোক আর মুসলিম হোক আমরা বাংলাদেশী, আমাদের মাঝে অনেক কিছুই ঘটতে পারে সেটা আমরাই মিমাংশা করমু, তোরা শালা কারা যে আমাদের হুমকী দেস!!!
তোগ দেশে ২০০২ সালে গুজরাটে সংখ্যালঘু মুসলিমদেরকে গণহত্যা আর ধর্ষণকারী বজরং পার্টি আর শিবসেনারে তোরাই(বিজেপি) সার্পোট দিছিলি(এইটা তো মাত্র ইতিহাসের এক চিমটার ১০ভাগের ১ভাগের চাইতেও কম উদাহরণ দিলাম), আমরা কি কখনও তোগ দেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাইছি........নিজ দেশে বইসা প্রতিবাদ কর......খবরদার আমার দেশকে চোখ রাঙ্গাবী না, হুমকি দিবি না......মুসলমান দেশ হওয়ার পরও পাকিস্তানরে কি করছিলাম তোগ বাপ চাচারে জিগাইস.....আমাগো কাছে দেশটাই সবার আগে।
মন্তব্য: রক্তের বিনিময়ে যে দেশের জম্ম তার গায়ে একটা আচড়ও সহ্য করা হবে না
"ঢাকামুখী লংমার্চের হুমকী বিজেপি"
নিউজ সূত্র: বাংলাদেশ প্রতিদিন
১৮মার্চ,শেষের পাতায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



