সিলেটের শহীদ হাফিজ আবদুল মান্নান ইয়াহইয়ার নামাজে জানাযায় গণ মানুষের উপস্থিতি প্রমাণ করে সে ছিল নির্দোষ, যাকে জঙ্গী বানিয়ে শহীদ করা হয়েছে।
সরকার তাকে অন্যায়ভাবে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় হত্যা করেছে। ফেইসবুকে একটি মাত্র স্টেটাস দেয়ায় জঙ্গী পরিচয়ে পুলিশ গ্রেপ্তার করে। রিমান্ডে নিয়ে দিনের পর দিন নির্যাতন করে তার কিডনী অকেজো করে ফেলে। অবশেষে ২/১১/২০১৭ বৃহস্পতিবার সন্ধায় চলে যায় আল্লাহর মেহমানদারীতে!
কিন্তু সে জঙ্গী ছিলনা, সন্ত্রাসীও ছিলনা। তার অপরাধ ছিল সে একজন দাড়িওয়ালা হাফেজে কোরআন। তার অপরাধ ছিল সে শাহ জালাল ইউনিভার্সিটির একজন মেধাবী ছাত্র! দু:খের বিষয় তার এই বিষয়টা আমাদের মিডিয়া চেপে গেল? সরকারের ভয়ে নতুবা দালালীর কারনে।
আল্লাহ তাকে জান্নাতে শহীদদের মর্যাদা দিন।আমীন।

সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




