সাংবাদিকতাকে কতিপয় সাংবাদিক যে কোথায় নিয়ে যাচ্ছে তা তাদের সংবাদের বিষয়, শিরোনাম ও উপস্থাপনা দেখলেই বুঝাযায়।
কতিপয় উদাহরণ দেই:
১। ৫ বছর পর মুখ খুললেন আশরাফুল। (৫ বছর কি উনি মুখ সুপারগ্লু দিয়ে আটকিয়ে রেখেছিলেন?)
২। সংবাদ সম্মেলনে অভিজ্ঞতার কথা বললেন সাকিব, নাম নিলেন না তামিম - মাহমুদউল্লাহর! (সাকিব বিশাল অন্যায় করে ফেলেছে!!! আর ঐ দিকে তামিম - মাহমুদউল্লাহকে নিয়ে প্রশ্ন করার সাহস দেখতে পারেনি কোন সাংবাদিক)
৩। রিয়াদকে দলে নেওয়া প্রসঙ্গে তুষার ইমরানের ‘অ-জনপ্রিয় মত’!
৪। রিয়াদ ইস্যুতে পাপনদের মধ্যেই দুই পক্ষ! রিয়াদকে নিয়েই ভারতের বিমানে উঠবেন সাকিব!
মাহমুদউল্লাহকে দলে না নেওয়াতে প্রতিদিন যে সব সাংবাদিক চোখের জল, নাকের জল এক করে ফেলছেন তাদের বুঝা উচিত যে, আরো অনেক আগেই মাহমুদউল্লাহর স্বসম্মানে অবসরে যাওয়া উচিত ছিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



