গত কয়েকদিন আকাশ খুব মেঘলা ছিলো, আজ একটি American পরিবার আসছে বেড়াতে, গত দিনের মেঘ দেখে তাই তাদের জন্য ১০০% খাঁটি দেশী বৃষ্টির Menu রান্না করেছি... এখন দেখছি চারিদকে আলো ঝলমল করছে, আকাশ জুড়ে বিশাল সূর্য, বাইরে কড়া রোদ!!!!
এদিকে আমি খিচুরি, বিফ ভুনা, কচুর লতি দিয়ে চিংড়ি মাছ(এই জিনিষ আমি এই দেশে এসে খাওয়া শিখেছি, কেউ না খেয়ে থাকলে অবশই এক বার খেয়ে দেখবেন) ,ডিম ভাজা, আলু র্ভতা এসব বানিয়ে বসে আছি. সাথে ৪ রকমের আচার ....
ওরা কিছুক্ষনের মধ্যেই পৌছে যাবে, নতুন কিছু করার সময় বা এনার্জি কোনটিই নেই
আকাশে একটি টোকা দিয়ে বৃষ্টি নামাতে পারলে ভালো হতো...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





