
তুলির ছোঁয়ায় এলোমেলো কিছু কথা
ছন্দহীন কবিতা অথবা ভাবগম্ভীর গদ্যএ বলা চলে।
বাস্তবতার শেকল ঘেরা এ জগতে
আমার অর্থহীন রংতুলি আজ কথা বলে।
গোধূলীর রঙে রাঙা আকাশের প্রতিচ্ছবি
ব্যস্ত তরঙ্গে যে বর্ণের খেলা খেলে,
নয়ন মেলে দেখার সময় কি কারো আছে?
অবিন্যস্ত তরঙ্গ তবুও অজানায় ছুটে চলে,
সাথে আমার অর্থহীন রংতুলিও কথা বলে।
চৈত্রের দুপরে ধুধু প্রান্তর, ধুলো উড়া মেঠো পথে
রাখালের সেই বিষন্ন বাঁশির সুর,
কান পেতে শোনার অবসর কি কারো আছে?
কৃষ্ণচূড়ায় আগুনের ফুল তবুও আপন আলোয় জ্বলে,
তার সাথে আমার অর্থহীন রংতুলিও কথা বলে।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




