ব্লগার রাজীব হায়দার খুন হওয়ার পর থেকে কিছু ব্যাপার নিয়ে ব্যপক আপত্তি উঠছে। সর্ববৃহত আপত্তি, তাকে কেন শহীদ উপাধি দেয়া হচ্ছে?
এবিষয়ে কিছু বলার আগে প্রথমেই আমাদের ভাবা উচিত শহীদ শব্দটির অর্থ কি? শহীদ তাদেরই বলা হয় যাঁরা ধর্ম যুদ্ধ 'অথবা' দেশের কাজে জীবন ত্যাগ করেন। আরও বিস্তৃত ভাবে বলতে হলে, ‘A person who is killed because of a belief, cause or principle.’ সেই ব্লগার নাস্তিক ছিলেন অবশ্যই, কিন্তু এটাও অস্বীকার করা যাবে না যে উনি দেশের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জীবন দিয়েছেন। শাহবাগের আন্দোলনে শরীক হয়ে যুদ্ধাপরাধীদের ফাসি না চাইলে হয়্ত উনি এখনো বেঁচে থাকতেন। ভেবে দেখুন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সবাই কি মুসলিম ছিলেন?? ৩০ লক্ষ্য শহীদের মধ্যে অনেকেই ছিলেন বিধর্মী, এর মধ্যে কিছু নাস্তিক খুব স্বাভাবিক ভাবেই থাকবে। আমরা কি তাদেরকেও শহীদের মর্যাদা দিব না এ কারনে? হ্যা উনি ধর্মের জন্য শহীদ না, কিন্তু তিনি দেশের জন্য অবশ্যই শহীদ।
দ্বিতীয়ত, তার মৃত্যুতে কেন ৩ দিনের শোক পালন করা হবে?
কারনটা খুব স্বাভাবিক। উনি মুসলিম দের বিরুদ্ধে ধর্মযুদ্ধে নিহত না, উনাকে ‘খুন’ করা হয়েছে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে কথা বলার জন্য। এই ব্লগার নাস্তিক না হয়ে একজন ইহুদী, হিন্দু বা বোদ্ধও হতে পারতেন। তখনও কি আপনারা একই কথা বলতেন? হতে পারে ব্যক্তিগত জীবনে উনি মানষিক ভাবে খুবই কুরুচিপূর্ণ ছিলেন। তার ব্লগ গুলো যদি তারই লেখা হয়ে থাকে তাহলে তার মানষিক ভারসাম্য নিয়ে আমারও সন্দেহ আছে। কিন্তু তাকে খুন করা হয়েছে শাহবাগের আন্দোলনের প্রেক্ষিতে, আন্দোলনকারী হিসেবে, নাস্তিকতার জন্য নয়।
সবশেষে কিছু কঠিন কথা বলি। অনেক নাস্তিকদের মাঝে আমি যেমন ইসলাম বিদ্বেষ দেখি, তেমনি অনেক মুসলিমদের মাঝে আমি দেখি নাস্তিকতা বিদ্বেষ। ‘নাস্তিক দের দেশ থেকে বের করে দেয়া উচিত, নাস্তিকদের শাহবাগে যাওয়ার অধিকার নেই, নাস্তিকরা সমাজের কলঙ্ক, আমাদের বাংলাদেশকে নাস্তিকমুক্ত করতে হবে, একটা নাস্তিকের জন্য কিসের সমবেদনা, নাস্তিকের আরো বড় শাস্তি হওয়া দরকার ছিল’...অল্প কিছু উদাহরন দিলাম এই বিদ্বেষের। নাস্তিকতা দুনিয়ার হাজারো ভিন্নধরনের বিশ্বাস এবং চিন্তাধারার একটি। এখন আগের বক্তব্য গুলোতে অন্যান্য বিশ্বাসে বিশ্বাসী (হিন্দু/ইহুদী/খ্রিষ্টান) বসিয়ে দেখুন ব্যপারটা কত সাম্প্রদায়ীক হয়।
আমি কোনভাবেই রাজীবের ব্লগ গুলোকে সমর্থন করছি না। কিন্তু আমাদের মনে রাখতে হবে, ইসলাম অন্য ধর্মকে বা বিশ্বাসকে ব্যাঙ্গ করে না, কিন্তু কিছু মুসলিমরা ঠিকই অন্যধর্মের মানুষদের মালায়ুন নাছারা ইত্যাদি ইত্যাদি বলে ব্যাঙ্গ করে । এটা তাদের ব্যক্তিগত মূর্খতা। একই ভাবে নাস্তিকতা কোন ধর্মকে ব্যাঙ্গ করা না, কিন্তু কিছু নাস্তিকরা একাজটি করে। নাস্তিকতা কোন রোগ না, এটি আমাদের সমাজের একটি অংশ। সময় এসেছে ধর্মীয় পরিচয়ের বাইরের আসল মানুষগুলোকে দেখার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




