দ্বীপান্তর
নারী ও পুরুষ খন্ড খন্ড ভাসমান দুটো দ্বীপ এই সংসার অতলান্তে।
চারিদিকে অশান্ত ঢেউ আর জলস্রোত। এর মাঝেও তাদের ভালবাসা-
সচল বিদু্যৎ প্রবাহের মত- বিযুক্ত করে দুজনের নীরব চাওয়া পাওয়া।
কালক্রমে ভালবাসার প্রবালকীট জমা হয় মানব মনের স্বচ্ছ জলধারায়।
কোন এক দলিলে দস্তখত করে এক জোড়া নারী-পুরুষ দ্বীপান্তর ছেড়ে
ছুটে আসে মুক্ত লোকালয়ে। মুক্তির স্বাদ পেতে চায় সংসার কারাগারে।
খন্ডে খন্ডে মিলিত হবে দুজন, গড়ে তুলবে বিশাল এক মানব ভূখন্ড। এক
সাগর সুখ নিয়ে থাকবে দুজন, এই ভেবে- সংসার পাতে চোরাবালির ফাঁদে।
ক্রমশঃ খন্ড খন্ড মানব-মানবী ছোট ছোট দ্বীপ হয়ে হারিয়ে যায় জনসমুদ্রে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



