আমার বাগানে এখন আর
প্রজাপতি ওড়ে না। গাছে গাছে
ফুল নেই, পাখী নেই, নেই মৌমাছিদের
আনাগোণা। বসন্ত আসে যায় নীরবে,
কাঁদে শুন্য আঙ্গিনা। দখিনা বাতাসে
আর দোলে না বারান্দার সেই মাধবীলতা।
বাগানে আজ মালি নেই। আগাছা জমে আছে
সারাটা উঠোন জুড়ে। মজে গেছে পাতি কুয়ো।
আজ আর বালতি ফেলে না কেউ। কে দেবে
জল গাছে গাছে, কে ফোটাবে বাহারি সব ফুল।
অথচ কিছুতো ফুল চাই। স্মৃতিসৌধে যাব,
শহীদ মিনারে যাব। ফুলে ফুলে সাজাবো
যত শহীদদের কবর। আমিতো শহীদ নই
তবুও ইচ্ছে হয় নিজের মৃতু্যকে সাজাই
ফুলের তোড়ায়। বরণীয় হতে চাই
করণিক জীবনাবসানে। তাই কিছু
ফুল চাই। একটি ফুলও কী
জুটবেনা আমার কবরে?
আমি শহীদ হতে চাই।
একটা যুদ্ধ করতে চাই।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



