গতি জিনিস টা বরাবর ই আমার অনেক প্রিয় ... অনেকে বলে আমি নাকি একটু বেশী জোরে গাড়ি চালাই , যদিও আমি বলি এটা ঠিক না , কারণ -- " আই ডোন্ট ড্রাইভ ফাস্ট , বাট লাভ টু ফ্লাই লো " ... তাই তো সময় পেলেই ছুটে চলি ... হাই ওয়ে ধরে ... দুর থেকে বহু দুরে ... ক'দিন আগে গেলাম জার্মানী তে ... পথে পথে চলতে চলতে এমন কিছু দৃশ্য চোখে পড়লো আর কিছু না ভেবেই সেল ফোনে বন্দি করে নিলাম এমন ই কয়েকটি স্মৃতিতে উজ্জ্বল মুহুর্ত কে ...
কুয়াশাচ্ছন্ন পথে যদি পাহাড় আর মেঘের এই খেলা দেখা যায় তবে আর কোনো দিকে খেয়াল দেয়া টা আসলেই মুষ্কিল ....
আরো একটা ....
পাহাড়ের কোল ঘেষে এলোমেলো পথে ...
সাপের মতো একে বেকে চলা পাহাড়ী পথ ...
পাহাড় কেটে তৈরি হচ্ছে গতিময় পথ ....
পাহাড়ে আটকে থাকা মেঘের দল ....
এই জিনিস টা দেখতেই বার বার ছুটে যাই জার্মানীর পাহাড়ী পথে ...
জীবনে গাড়িতে বসে প্রথম এত কাছে থেকে দেখা মেঘ ... পাহাড়ের উপর আটকে থাকা মেঘের মাঝে দিয়ে ছুটে চলার সে এক অন্যরকম অনুভূতি ...
ঐ তো ... মাত্র কয়েক হাত দুরে ... হাত বাড়ালে আসলেই মেঘ ধরা যায়
ঘরে ফেরার পালা .....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




