
দীর্ঘদিনের পর্যবেক্ষণ দেখে কেন যেন মনে হচ্ছে, নজরুল ইসলাম (আসিফ নজরুল) ড. জাফর ইকবালের ধাচেই এগুচ্ছেন। সরল মনা ছাত্রছাত্রীদের মন ভোলানো কথা শোনাচ্ছেন। সাহসী বক্তব্য দিচ্ছেন। নিজের চাচা শ্বশুরকেও ছাড় দিচ্ছেন না, এমন ভাব।
দিন শেষে মনে হচ্ছে একটা গোপন টার্গেট নিয়ে এগুচ্ছেন। বিএনপির অনুষ্ঠানে গিয়ে বক্তৃতা দিচ্ছেন কিন্তু পুরোপুরি বিএনপির না। আবার আওয়ামীলীগও না। আইনের শিক্ষক কিন্তু ছাত্রদের দের জন্য ঘুমাতে পাচ্ছেন না। আবার অন্যদিকে বাটপার নুরুল হককে নিয়ে গলা ফাটাচ্ছেন।
এই গিরগিটির মত রং বদলানো আসিফ নজরুলের ঘটনাগুলো দিয়ে ঠিক হিসেব মিলছেনা। সরকারের বিরুদ্ধে কথা বলছেন, সরকার দেখেও না দেখার ভাল করছে তার ব্যাপারে।
কথায় কথায় বলছেন, "আমার ছেলের মত, আমার মেয়ের মত। মনে হচ্ছে আমার সন্তান গুলি খেয়েছে। ইত্যাদি ইত্যাদি"। এক সময় জাফর ইকবালও এসব সেন্টিমেন্টাল কথা বলত। আবেগে মূর্ছা যাওয়ার মত কথা বলত। কথার ঝুড়ি নিয়ে বসত। লেখক বলে কথা।
যাই হোক, সবাই সাবধান। দুষ্ট লোকের কথা মিষ্টি হয়। আমি ওনার গোঁফে তেল দেখতে পাচ্ছি। ছাত্রদের কাঁধে কাঁঠাল ইতোমধ্যে ভাঙ্গা শুরু করেছেন। তবে যা করছেন, তাও তো অনেকেই করছে না। অন্তত: সেজন্যে তিনি অবশ্যই ধন্যবাদ পাওয়ার দাবিদার।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২৪ দুপুর ২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



