আমার হারিয়ে যাওয়া...তুমুল কালো মেঘ,
তোর হারিয়ে যাওয়া...কাশের বনে
আমার পাট হয়েছে চুলের সিঁথি আর সার্ট,
তোর ঝাট পড়েনি দু'দিন ঘরের কোনে
আমার সময় হলো অন্তবিহীন পথ,
তোর সময় হলো নিরব যন্ত্রনা
আমার একলা এখন একলা কেবল লাগে,
তোকে ভিড় করেছে বিচ্ছিরি মন্ত্রণা
*** টাইটেল ঃ আমার হারিয়ে যাওয়া
শিল্পী ঃ অর্নব
কথা ঃ তৌফিক
অ্যালবাম ঃ চাইনা ভাবিস
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০০৬ ভোর ৬:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



