
প্রাপ্তির পাল্লায় শূণ্যই শুধু পড়ে
তাই বলে কি স্বপ্নরা গেছে উড়ে!
মন বলে, অবেলায় তুই ভালবাসলি যারে-
কেন; বুকের পিঞ্জরে বেধে রাখিস তারে?
স্মৃতির ক্যানভাসে নস্টালজিয়া
আঁকে জীবনের তুলি
বল্ -তোরে কেমন করে ভুলি?
বাতাসের ঘ্রাণ মিশে গেছে কবে
ট্রয় নগরী আজও ওঠে কেঁদে
পাড়ার ঐ খাঁ খাঁ করা রকে
তোর জন্যে আজও কেউ দাড়িয়ে থাকে,
এমন করে ভেবেছিস তুই তাকে?
----দাড়িয়ে থাকা সেই কিশোর-১----অতৃপ্ত পরান
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



