জীবন থেকে যে ফাগুনগুলো মুছে গেছে নোনা শ্রাবণে,
পারবে কি ফিরিয়ে দিতে আমাকে?
যে সময়গুলো নিশ্চুপ বিষন্নতায় বিলীন হয় প্রতিদিন
সেও তো নিস্ফল !
অকারণ ভুলে ভুল মানুষের সাথে জীবনের লেনাদেনা চুকে যাবে কোনদিন
সেদিন ভেঙ্গে যাবে স্বপ্নের মন প্রাসাদ আর
বুকের কোনে ক্ষতগুলো অনুভবে বেঁচে রবে অনন্ত কাল।
তবুও হে বন্ধু আমার---
----কখনো যদি হারিয়ে যায় তোর আকাশের নীল
----পরাণ খাঁচায় যত্নে পুষিস ব্যাথার শঙ্খচিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



