বাংলাদেশ ব্যাংককে ডিজিটাল কেন্দ্রীয় ব্যাংকে রূপ দেয়ার জন্য পাঁচ বছরের একটি পরিকল্পনা হাতে নিয়েছে কর্তৃপক্ষ। জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংক পরিচালনার প্রতিটি স্তরেই প্রযুক্তিগত আধুনিকায়নের পরিকল্পনা নেয়া হয়েছে। এর মধ্যে আছে মনিটরি পলিসি ,তদারকি ব্যবস্থা, অভ্যন্তরীন ব্যবস্থাপনা। উল্লেখ্য, ইতোমধ্যেই চালু হয়েছে ই-কমার্স, ই-ব্যাংকিং সহ অটোমেটেড কিয়ারিং হাউজের ব্যবস্থা। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ডক্টর আতিউর রহমানের বরাতে জানা গেছে, বাংলাদেশ ব্যাংক ডিজিটাল রূপে আসতে ৫ বছরের একটি পরিকল্পনা নেয়া হয়েছে। বিশ্ব মানের কেন্দ্রীয় ব্যাংকে পরিণত করতে ব্যাংকের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি পরিকল্পনা বাস্তবায়নেও জোর দিতে হয়েছে।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংককে একটি কাগজের ব্যবহারবিহীন প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপও নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে।
ই-কমার্স
বাংলাদেশ ব্যাংকে প্রযুক্তির প্রচলনের প্রথম ধাপেই ই-কমার্স চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই ব্যবস্থা চালুর মধ্য দিয়ে অনলাইনেই অর্থের আদান-প্রদান ,প্রয়োজনীয় বিল পরিশোধ, আমদানি-রপ্তানি, ফান্ডের স্থানান্তর, অনলাইন ক্রেডিট কার্ড, স্থানীয় মুদ্রা সরবরাহের মতো জটিল কাজগুলো সহজেই নিমেষেই সমাধান সম্ভব।
ই-পেমেন্ট
ই-কমার্স ছাড়াও ব্যাংকের গ্রহণ করা প্রযুক্তির মধ্যে ই-পেমেন্ট বা নগদ অর্থের আদান-প্রদান অন্যতম। এখন এন্টি-মানিলন্ডারিং আইন সহ এই সংক্রান্ত অন্যান্য আইন মেনেই লেনদেন করা হচ্ছে। এখন দেশের অভ্যন্তরীন ব্যাংকগুলো নিজেদের মধ্যে অর্থের আদান প্রদান ও সরবরাহ হয়ে গেছে অনেক সহজ। এর ফলে ভবিষ্যতে ইলেকট্রনিক ফান্ড স্থানান্তর এর কাজটিও সহজেই করা সম্ভব হবে ।
রেমিটেন্স
সম্প্রতি চালু করা ‘ইনস্টলেশন অফ বাংলাদেশ অটোমেটেড কিয়ারিং হাউজ’ (বিএসিএইচ) বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা বলেই দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ। এতে রেমিটেন্স চ্যানেল ও পেমেন্ট পদ্ধতিকে সহজ করা সম্ভব। এই পদ্ধতি ২০০৯ এর নভেম্বরে পরীক্ষামূলকভাবে চালু করা হয়। এই পদ্ধতিতে চেক দিয়ে ব্যাংক থেকে অর্থ তুলতে সরাসরি উপস্থিত হবার প্রয়োজন পড়ছে না। এতে চেকের তথ্য বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেমে (বিএসিপিএস) একটি নিরাপদ সংযোগ পথ তৈরি করবে।
চেক
প্রচলিত নতুন চেকগুলোতে থাকছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন (এমআইসিআর) লাইন যা ব্য
সুত্রঃhttp://tech.bdnews24.com/details.php?shownewsid=559

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




