আমার কিছু স্বপ্ন আছে,
একান্ত আমার ..শুধুই আমারি...
নিস্তব্ধ রাতে ...
আদিগন্ত বিস্তৃত নীল সমুদ্র...
আমি বসে আছি সৈকতে...
মাথার ওপরে ডানা মেলা নারকেল গাছের সারি,
বাধ ভাঙ্গা রুপালি আলোর বন্যা চারি দিকে ...
পূর্নিমায় উদ্ভাসিত আমি...
চাঁদের চোখে চোখ রেখে দেখি নতুন দিনের স্বপ্ন।
বালুময় সৈকতে...
আমার ছোট্ট অগ্নিকুন্ড...
ছেলে বেলার শীতের রাতের মতো...
শির শির ঠান্ডা হাওয়া লাগে গালে...
ঠিক যেন কোন প্রিয় নারীর স্পর্শের মতো।
তবে কেন যানি কোন উস্নতা নেই...
কোন উস্নতা নেই...
নোনা জলের গন্ধ এসে ডাকে কাছে...
গাংচিলের উড়ে যাওয়ার ডাক ...
আর আমার নির্বিকার বসে থাকা ...
দূর সাগর পানে চেয়ে।
এক এক টা ঢেউ .. এসে ভেঙ্গে পরছে মনের ই আঙ্গিনায়...
ধুয়ে নিচ্ছে একে একে আমার সব রাগ ... অভিমান গুলো।
আমার নীল সব কস্টগুলো.. যেন সাগর টেনে নিচ্ছে তার বিশাল বুকে...
অনেকটা হালকা হয়ে ওঠে হৃদয়...
হঠৎ করে অনেক অনেক ভালো লাগা ভর করে আমাতে...
সব কিছু বড্ড বেশী ভালো লাগে...
আবার কেন যানি ... নতুন করে ভালবাস তে ইচ্ছে হয়...
দূরে থেকে ভেসে আসে তখন ... সেই চির চেনা গান...
তোমার কন্ঠস্বর...
তোমার হারিয়ে যাওয়া ... নোলকফুল
হাতছানি দিয়ে কাছে ডাকে আমায়...
আমি খুঁজে বেড়াই... কোথায় তুমি... কোথায়...
কোথা থেকে আসছে সেই চির চেনা সুর...
আমি অপলক চেয়ে থাকি দূর দিগ ন্তে।
সমস্ত আকাশ জুড়ে তোমারি অবয়ব...
তারা গুলো যেন তোমারই কাজল দেয়া দুটি চোখ।
মিটি মিটি করে দেখছ আমাকে ... দূর আড়াল থেকে।
আর চাদঁটা তোমার কপালে টিপ হয়ে...
করেছে আরও বিকশিত তোমাকে।
আর আমি ... আমি
একা এই সমুদ্র তীরে... নিস্তব্ধতার প্রান্তরে
কোথায় তুমি ? সারা দাও ... কথা বল...
বেজে উঠুক সেই রক্ত দোলানো শিহরিত কন্ঠস্বর...
স্পর্শ করো আমার চিবুক... বলে দাও ভালোবেসেছ কতোটা।
মিলে মিশে একাকার হয়ে যাক...
ভালোবাসার সাত স মুদ্র তেরো নদী...
শুরু হোক রক্তিম ন তুন সূর্যের দিন...
আমিও তো গান গেয়ে যাই ... সেই তোমারি প্রতিক্ষায়...
আমিও তো এখনো ...
অনাদরে বেড়ে ওঠা স্বপ্ন দুচোখে নিয়ে...
____________________________________________
সুপ্রিয়
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




