আজও নীল আকাশে
পূর্ণিমায় রাঙ্গা চাঁদ হাসে.
এখনো দূর দিগন্তে দেখি,
নীড় ছাড়া পাখীদের ঘরে ফেরা...
কিন্তু আমার হৃদয়ের আকাশে ওঠে না কোন কলঙ্কে ভরা চাঁদ,
চারি দিকে বিদ্যমান থাকে ...নিঃসীম ... নিঃস্তব্ধ অমাবশ্যা।
এখন ...
এখন শুধুই বৃথা হয়েই যায়...
নীড় ছাড়া পাখিটির একান্তই ঘরে ফিরে আসা...
_________________
সুপ্রিয়
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০০৮ ভোর ৪:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




