মেঠো পথে দূর বহুদূরে হেঁটে, ক্লান্ত হই আমরা দুজন।
নিলীমার সবুজ সীমারেখা, সেতো আমাদেরই স্বপ্ন সাজানো দিগন্ত।
ভ্রমরের কাল চোখ তুলে, অপলক দৃস্টি বিনিময় হলে,
তাতেই তো হারিয়ে যায় হাজার মহাকাল, থাকি শুধু স্থবির আমরাই।
চিনচিন করে বেড়ে ওঠে ভাললাগা বুকের ভেতর, জমে হাজার লোহিত কনা।
আর যদি স্পর্শ করে কোন নমনীয় করতল,
দ্বিধাহীনভাবে পুরুষ হয়ে বেড়ে উঠা, চঞল গতিময়তায়।
যোগ-বিয়োগের হিসাব হয়ে ওঠে এলোমেলো, যেমনটা হয় তার কালো খোপা..
জেগে যায় নীল দুটি চোখে ঘোলাটে চাওয়া পাওয়া।
আরো বেশি দূর চলে গেলে আমরা হারাই, আপন কোন নীড়।
ক্লান্তিকে অবজ্ঞা করে, রুক্ষ শুষ্ক ঠোটে গেয়ে যাই ঘরছাড়া গান।
রূপালী আলো জেগে উঠলে মেঘলা রাতের কোনে,
হাতে হাত রেখে দেখি, আনন্দময় একটাই তো আকাশ আমার।
একটাই তো আকাশ আমার।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০০৯ রাত ৮:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




