
Kasper Hauser’কে তার জীবনের প্রথম ১৭ বছর হাতে শেকল পরানো অবস্থায় একটি বদ্ধ সেলে কোন এক অজানা কারনে আটকে রাখা হয়। সে সময় কাটাত একটি খেলনা ঘোড়া দিয়ে; কাল ওভারকোট পরা এক লোক ছাড়া সে সব ধরনের মনুষ্য সংস্পর্শ থেকে বঞ্চিত।এক দিন ঐ লোকটি তাকে হাঁটা ও কিছু কথা শিখিয়ে দিয়ে ন্যুরেমবার্গ শহরে ছেড়ে দেয়।মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড করতে অক্ষম লোকটিকে ঘিরে শহরের জনগনের মধ্যে ব্যাপক কৌতহলের সৃষ্টি হয়।এভাবে তার জীবনটা নতুন মোড় নেই এই ন্যুরেমবার্গ শহরে।

মুভিটির মূল সম্পদ Kasper Hauser চরিত্রে এক পতিতার ঘরে জন্ম হওয়া Bruno Schleinstein এর অভিনয়।চরিত্রটা খুব সহজে মানিয়ে গেছে তার সাথে।
যারা Independent Movie কিংবা গতানুগতিক সিনেমা থেকে বেরিয়ে ভিন্ন ঘরানার মুভি দেখতে ভালবাসেন তাদের জন্য এতি একটি Must See মুভি।মুভিটি আপনাকে বিনোদিত করতে নাও পারতে পারে; কিন্তু আপনি যদি এটিকে Feel করতে পারেন তাহলে নিশ্চিত এটি আপনার মনকে আলোড়িত করপ্রিয় ঊক্তিঃ
Kasper Hauser/Bruno S.: “Mother I am very far away from everything”
IMDb Rating:8.0/10
http://www.imdb.com/title/tt0071691/
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




