ছবি-১
ছবি-২
১ ও ২ নং ফুল দুটি একই রকম, শুধু রং ভিন্ন। বহু দল যুক্ত।
ছবি-৩
ছবি-৪
ছবি-৫
৩, ৪, ও ৫ নং ছবির ফুল গুলো গঠনগত দিক থেকে একই রকম। শুধু রং ভিন্ন। এক দল যুক্ত, দীর্ঘ ঝুমকা। ৫নং ফুলটির বৈজ্ঞানিক নাম- hibiscus sinensis. ছবি-৬
৫ ও ৬ নং ফুল এক রকম নয়। পাপড়ি ও ঝুমকার আকৃতিতে রয়েছে পার্থক্য।
ছবি-৭
৬ ও ৭ নং ফুল দুটি একই রকম, শুধু রং ভিন্ন।
ছবি-৮
বৈজ্ঞানিক নাম- hibiscus syriacus
Kingdom: Plantae
Family: Malvaceas
দক্ষিণ কোরিয়ার জাতীয় ফুল।
বেগুনী জবা। এর ঝুমকাটি অন্যান্য জবা হতে একেবারে ভিন্ন।
ছবি-৯
আমার দেখা সবচে' ব্যতিক্রমী জবা। আমি বুঝতে পারলাম না পূর্ব আফৃকার এই স্হানীয় ফুলটির নাম কিভাবে জাপানী লন্ঠন হয়।
বৈজ্ঞানিক নাম- hibiscus schizopetalus
Kingdom: Plantae
Family: Malvaceas
আমার দেয়া তথ্যে ভুল থাকতে পারে। সঠিক জানার জন্যই এর অবতারনা করেছি্
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





