আমি সামহোয়্যার এ একজন পাঠক, নিজে লেখার থেকে অন্যের লেখা পড়তেই বেশি ভাল লাগে। কিন্তু মাহমুদ এর পোস্ট পড়ে আমার মনে কিছু কথা আসে, তাই কিছু লেখার চেষ্টা করলাম।
শুরু করি হুমায়ুন আজাদ এর উক্তিটা দিয়ে- মুসলমান দের নাকি একটা ইন্দ্রিয় বেশি, আর টা হলো ধর্মানুভূতি। আর সেইখানে আঘাত আসলেই নাকি মুসলমানরা ক্ষেপে যায়। মাহমুদ সাহেবের মন্তব্য- "আমাদের বিশ্বাসটা এতো ঠুনকো কেনো?" কিন্তু এটাও তো বলা যায়, আমাদের বিশ্বাসটা শক্ত বলেই এর আমরা প্রতিবাদ করি।
যাই হোক, আপনি পশ্চিমা কিছু ব্যঙ্গচিত্র আমদানী করেছেন, আর মাওলানাদের ব্যঙ্গ করেছেন, কিন্তু পশ্চিমারা এই ব্যঙ্গচিত্র দিয়ে সারা মুসলিম দের ব্যঙ্গ করেছে, ব্যঙ্গ করেছে মুসলিম কালচারকে, প্রায় ১০০ কোটি মানুষকে ব্যঙ্গ করেছে, অবচেতনে বা চেতনে আপনি তাদেরকে সমর্থন করলেন কিনা জানি না।
কেন ভাই এই মুসলিমদের ধর্মানুভূতিতে এতো আঘাত দেয়া হয়? আমি সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাসী না, কিন্তু তবুও সনাতন বা খ্রীষ্ট ধর্মের বিপক্ষে তো খুব একটা পোস্ট দেখা যায় না।
কারন টা খুব পরিস্কার, বর্তমানে ইসলাম এর বিপক্ষে লিখলেই প্রগতিশীল হিসেবে আখ্যা পাওয়া যায়। আমরা আমাদের ধর্মকে মানি, ভালোবাসি,
আমরা ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান বলেই জানি, তাই একে নিয়ে ব্যঙ্গ করা, প্রতিবাদ সত্ত্বেও আবার তা প্রকাশ করা, সাধারণ বিবেকবোধ আর নীতিবোধ দিয়ে যাচাই করেন, একে কি ভাল বলা যায়?
কারও অনূভুতিতে পুনঃ পুন আক্রমন করা কি নৈতিক?
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




