একদিন বহুদিন করে,
আস্তে আস্তে আমি
হয়ে গিয়েছি জীবস্মৃত
তোমার পায়ের নূপুর-নিক্কণ ছাড়া
পৃথিবীর সব কিছুই আমার আজানা
দৃশতঃ মৃত আজ আমি
শবস্থানের সবচেয়ে পুরোনো কব্বরের উপর শুয়ে
আমার আকাশ আনি।
তোমার কথা ভাবি,
তোমার আমার নিরুদ্বেগ কথোপকথন রচনা করি,
ঠিক তখন তুমি, এক মৌচাকের মক্ষীরাণী আর,
একমাত্র গুঞ্জনকারিণী।
তুমি আমাকে চিনতে পারনি,
ভেবেছ আমি জড়, অথর্ব
আমার আবেগ সস্তা, মিথ্যে আমার বুলি,
কখনোই বলব না, আমার মনে তুমি আমারই
শুধু তোমার দেয়া একটা স্মৃতি ফুঁকে দিয়ে
বেঁচে আছি আমি
তোমার দেয়া কষ্টগুলো, আমার জীবনসঞ্জীবনী।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




