টিউশনের টাকা পেয়েছি ৭০০০ এর মত।
বাপে কিছু না দিলেও ঈদ
কেটে যাবে ভালোভাবে।
ভাবতেছি যে পরিবারটার মোট আয়
৭০০০টাকা তারা কি করবে?
... পথশিশুদের জন্য লোক শো দেখিয়ে কাপড় দেয়।
গরিবদের কে শো দেখানোর জন্য যাকাত দেয়।
কিন্তু এই ৭০০০ টাকা আয়ের পরিবারে মানুষ
গুলো না পারে যাকাত নিতে না পারে পথের
শিশুর কাপড় নিতে।
এরা যেমন ইমোশনাল তেমন সেন্টি মেন্টাল।
মরে যাবে তবু কারো কাছে ছোট হবেনা।
পরিবারের কর্তার কাছে ঈদ আনন্দের নয়,
হয়ে যাবে টেনশোনের।কাকে কি দেবে,
কি কি বাজার সদায় করবে তার টেনশন।
বৌ পারেনা শামির কাছে আবদার
করতে,পিতা পারেনা ছেলে মেয়ের আবদার
রাখতে। হয়তো পুরানো কোন কাপড় পড়ে তাদের
ঈদ কেটে যায়।
একটা চাপা কান্না বয়ে যায় তাদের মাঝে।ঈদ
যেন তাদের কাছে যতটা আনন্দের তার
চেয়ে বেশি দুঃখের হয়তো!!!!!
Collected

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


