আসুন শপথ নিই//
হাজার বছরের পথ পরিক্রমা শেষে আজ কোন সে পথে ছুটে চলেছি
কোন অজানায়, কোন সে সুখের হদিসে এ অবিরাম ছুটে চলা?
আজ বড় ক্লান্ত, অবিস্রান্ত, নিঃশেষ হতে চলেছে প্রানবায়ু
তবু আজ কেন আবার, কোন সে নতুন উদ্দিপনায় উন্মত্ততায় মেতে ওঠা
উন্মত্ততা নয়, ঋণ শোধিতে হবে তাই আজ আর যেতে না চাই
একটি লালিত সপ্ন ছিল, অকাতরে প্রান বিলিয়ে দেয়ার মনোবল
মানচিত্রের দেহখানি দেখেছি, পড়ে আছে কেমন অশাড়, নিষ্প্রান
হায়রে বাঙ্গালি আমি, কেদেছি, কেটেছি আবার শুদ্ধতারি জন্যে ভেঙ্গেছি
ছিরে, কুড়ে সবই করেছিলাম খান খান, হায়রে এই আমি বাঙ্গালি
রক্ত দিয়ে কেরেছিলাম যেই সাধীনতা, আজ তাকেই করেছি কষাঘাত
শোষিত হয়েছি, ধষনের সাক্ষি হয়ে চেয়ে থেকেছি শুধু
পক্ষপাতিত্বের রাজনীতি কি আমিই জন্ম দেইনি, এ দায় এড়িয়েছি শুধু
আর নয়, আর নয়, আজ আবার তাইতো জেগে উঠেছি
আমারই অন্যায়, অবিচার, শুধরিয়ে নতুন দিগন্তের ওপারে নতুন সুচনায়
‘আসুন, নতুন বছরের এই সুচনালগ্নে আজ আবার শপথ গ্রহন করি...
পরিবরতন আনব, এই প্রত্যাশায় আবার নতুন উদ্দিপনায় এখান থেকে শুরু করি...’
শুভ নববষ…. শুভেচ্ছান্তে, প্রভাতফেরী

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





