সম্প্রতি ইউল্যাব ভার্সিটির সামনে ঘটে যাওয়া একটি ঘটনায় ইউল্যাব এর নামধারী কিছুসংখ্যক শিক্ষার্থীর জড়িত থাকার অভিযোগ উঠে আর ক্ষনেই সেই ঘটনার মূল বিষয়বস্তু থেকে সরে গিয়ে অনেকে অনেক আজে বাজে মন্তব্য করছেন। আমি শ্রদ্ধেয় ব্লগার ভাইবোনদের দৃষ্টি আকর্ষণ করছিঃ এক্ষেত্রে প্রথমেই আমি একজন ইউল্যাবিয়ানের প্রতিক্রিয়া তুলে দিচ্ছি যিনি ফেবু আর সামুতে তার প্রিয় বিদ্যাপীঠের নামে আজে বাজে মন্তব্য পড়ে এই প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন।
একজন ইউল্যাবিয়ান বলছি...
লিখেছেনঃ মেঘ রঙঃ চতুর্মাত্রিক এ
(তারিখঃ ১১ মে ২০১২, ১১:৪৭ পূর্বাহ্ন)
আমি ঢাকার একটি অখ্যাত বিশ্ববিদ্যালয় “ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ” সংক্ষেপে ইউল্যাবের একজন শিক্ষার্থী। আমার বিশ্ববিদ্যালয়টি খ্যাতি যশ মানে হয়তো এখন অনেক পিছিয়ে কিন্তু তারপরও আমাদের এই বিশ্ববিদ্যালয়টি আমাদের অনেক ভালোবাসার একটা জায়গা। আজকে সামুতে ও ফেবুতে আমি দেখলাম আমার এই ছোট্ট বিশ্ববিদ্যালয়টি নিয়ে অনেক আজে বাজে কথা হচ্ছে। সামুর এক ব্লগার ভাইয়া অভিযোগ করেছেন ইউল্যাবের কিছু শিক্ষার্থীর (!!!!) বিরুদ্ধে। অভিযোগটা ওনার ব্লগ থেকে সরাসরি তুলে দিচ্ছি। “দাঁড়িয়ে ছিলাম ধানমন্ডি এলাকার রোড ৫/এ, মেডিনোভার উল্টা দিকের মেইন রোডে। রাত তখন প্রায় ৯:৫০ এর মত বাজে। হঠাৎ দেখলাম, ইউ ল্যাব ইউনিভার্সিটির দিক থেকে কিছু উঠতি বয়সী ছেলে হেঁটে হেঁটে স্টার কাবাব যেদিকে, সেদিকে যাচ্ছে । একজন তরুণী দাঁড়িয়ে একটি সিএনজি অটোরিক্সার সঙ্গে কথা বলছিলেন। ছেলেগুলো তাঁর থেকে অনেক কম বয়সী হওয়া সত্ত্বেও হঠাৎ তারা মেয়েটির জামার নিচ দিয়ে হাত বাড়িয়ে পাজামার পেছন ধরে টান দিল .. দিয়ে হাসতে হাসতে এগিয়ে চলল .. ঘটনার আকস্মিকতায়, অপমানে তরুণীটি হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে আছে, লজ্জায় মুখে কিছু বলার ভাষাও হারিয়ে ফেলেছে। আর সহ্য করতে পারলাম না, দৌড়ে যেয়ে ছেলেটিকে পাকড়াও করে প্রতিবাদ করলাম। নিমিষেই ছেলেটির সঙ্গী-সাথীরা আমার উপর চড়াও হল। উপুর্যপরি কিল-ঘুষি-লাথি-চড় !! আমি চিৎকার করে এর প্রতিরোধ করতে চাইলে ছেলেগুলো তাদের ইউ ল্যাবের ছাত্র বলে পরিচয় দেয়। আমাকে টেনে সেদিকে নিয়ে যাবার চেষ্টা করে। মেয়েটি আমার সাহায্যে এগিয়ে এসে হাও-মাও করে কাঁদতে থাকে। আশ-পাশে এরই ভেতর অনেক লোক জমে গেছে। তারা জানতে চাইলে আমি তরুণীটিকে দেখিয়ে ঘটনা বর্ণনা করি” ব্লগের লিঙ্কটি হল Click This Link
আমি ঘটনার সত্য মিথ্যা যাচাই করতে বসিনি বা ছেলেগুলোর পক্ষে সাফাই গাইতেও আসিনি। এমন ঘটনা কখনই ভাল হতে পারে না। আর ব্লগার ভাইয়ার প্রতিবাদ করেছেন জেনে অনেক ভাল লাগলো। ব্লগ দেখে ততো টা খারাপ লাগে নি যতটা লাগলো ফেবুতে পাবলিক রিয়েকশন দেখে। কয়েকটা ছেলের জন্য পুরো বিশ্ববিদ্যালয়ের নামে এত আজে বাজে কথা বলাটা কি ঠিক?
এইভাবে অপমান করা কি ঠিক?? আমি কিছু নমুনা হুবুহু তুলে দিচ্ছি।
১. Mechele Chowdhury Rpx: Fokinni unir Fokinni polapan....ma baper porichoi nai ekhon rastai ghure r eishob kore!!!
২.Shafiqul Islam Shawon: ULAB er maximum polapan e foul.Dhk te to mela pvt uni ase tara to amon kore na.Jaroj varsity te jaroj polapan pore.r ami bujhi na Dhanmondi te ki lokjon thake na??Akta pvt uni te koyta polapan thake tao Evening a.Jaroj gula re dhoira baindha pitano uchit silo.
৩.• Kamrul Hasan: 3rd class varsity er 3rd class polapan.............
৪.• Muhammad Yeasir Jamal: r kono uni te chance pai na bolei ei shob faltu student gula ULAB a jai.. coz ei uni te admission neoa onek beshi easy.. oder moto faltu chheleder rastar moddhei adh-mora kora uchit.. keu to kichhu bole na.. but ajke jodi tar apon keu hoto tokhon dekha jeto koto ta gaye lage.. mone chai marte marte dom atkai feli.. jottoshob fazil er dol..
৫.• Rocking Apurbo: u lab er maiyarai prokasshe d lake e jahaz barir pechone jeye biri ganja tane .. r ora to pola . ogor lojja shorom nai kichui (যে পেজ এ আছে তার লিঙ্ক Click This Link )
যাই হোক মনে হয় এই কয়টা মন্তব্যই যথেষ্ট। এখন মন্তব্য গুলো পড়ে আপনাদের কি মনে হচ্ছে? আমি নিজে একজন ইউল্যাবিয়ান। হ্যাঁ আমি কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি আর অন্য কোন ভাল নামি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার সামর্থ্য আমার নেই কিন্তু একজন ইউল্যাবিয়ান হিসেবে আমি গর্বিত। এই ঘটনা কারা ঘটিয়েছে আমি জানি না। তবে যেটা বলতে চাই একজন দুজনের জন্য গনহারে সবাইকে অপমান করার কোন অধিকার কারো নেই। এখন ওরা নিজদের ইউল্যাবিয়ান বলছে এতে যদি পুরো ইউল্যাব দোষী হয় তাহলে ওরা ঢাকা বাসী তাই পুরো ঢাকার মানুষ খারাপ, ওরা বাংলাদেশি তাই পুরো বাংলাদেশের সবাই খারাপ???? তা নিশ্চয় নয় তাহলে কেন পুরো ইউল্যাবকে ইউল্যাবিয়ানদের কে জারজ বা খারাপ বলা হবে।
ওই ব্লগার ভাইয়া ও যারা ইউল্যাব দোষারোপ করছেন তাদেরকে বলছি আসুন ইউল্যাবে। আমরা সব ইউল্যাবিয়ানরা আপনাকে সাহায্য করবো ওদের খুঁজে বের করতে। কিন্তু আপনাকে আর সেই ভিক্টিম আপুকে আসতে হবে।প্রমান করতে হবে ওরা এই বিশ্ববিদ্যালয়ের। ওরা যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের হয় তবে আমি তাবৎ ইউল্যাবিয়ানের পক্ষ থেকে আপনাদের কাছে শপথ করছি ওরা ক্ষমা পাবে না। যা শাস্তি ওদের পাওয়া উচিত ওরা পাবে। আমারা প্রমান করে দিতে পারি পারি আমারা ইউল্যাবিয়ানরা সত্যের সঙ্গে আর আমারা অন্যায়ের সাথে আপোষ করি না।
আমারা ইউল্যাবিয়ানরা সত্যের সঙ্গে আর আমারা অন্যায়ের সাথে আপোষ করি না।
যথার্থই ব্লগার আপু আবেগের বশবর্তী হয়ে অনেক ক্থা বলেছেন। দাবি করেছেন। আমরা তার দাবির প্রতি সম্মান জানাতে পারি। কারন হাতের ৫ আঙ্গুল যেমন সমান না তেমন সব মানুষই খারাপ না।
এবার আসি আমার একান্ত প্রতিক্রিয়ায়ঃ
পাবলিক প্লেস এ একটি মেয়ের রাতের বেলায় শারীরিক লাঞ্ছনার শিকার হওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমাদের সমাজে, সমাজের প্রত্যেকটি কোনে কিছু সংখ্যক মানুষরুপি জানোয়ারের বসবাস আছে আর এই সকল জানোয়ার তাদের পশুত্ব জাহির করে বেড়ায়। দুঃখের ব্যাপার আমরা অনেকেই মুখ বুজে সহ্য করে যাই নিজের নিরাপত্তার কথা ভেবে বা ভিকটিমের নিরাপত্তার কথা ভেবে। এখানে সেই সাহসী ব্লগার কে ধন্যবাদ যিনি এগিয়ে গিয়েছিলেন সেই মেয়েটিকে সাহায্য করার জন্যে।
অনেক সাহসী ব্লগার এর এই ধরণের ঘৃণ্য অপরাধের বিপরীতে অবস্থান নেয়ার বিষয়টিও বেশ প্রশংসনীয়। আবার অনেকেই এই ঘটনার জন্যে সম্পুর্ন ভার্সিটির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এই বিষয়টিও দুঃখজনক। কেননা, আমি, আপনি আমরা চাইলেই দায়িত্বজ্ঞানহীনের মত ঢালাওভাবে মন্তব্য করতে পারি না। আমাদের আরেকটু দায়িত্বশীল হওয়া উচিত।
বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া ন্যাক্কারজনক ঘটনার জন্যে আমিও অপরাধীদের শাস্তি দাবি করছি। আমিও চাই যাতে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়। তবে ব্যাপারটি নিয়ে সম্পুর্ণ প্রাইভেট ভার্সিটির বিরুদ্ধাচরন কতটা যুক্তিযুক্ত?
ব্লগার ভাইদের প্রতি অনুরোধ বিষয়গুলো একটু ভেবে দেখবেনঃ
১. ইউল্যাব এর এম বি এ ক্লাস শেষ হয় ৯.৫০ মিনিটে। এর পর ভার্সিটির ভেতরে কেউ অবস্থান করেনা। কিছু কিছু মানুষ ভার্সিটির বাইরে রাস্তার পাশে অবস্থান করে। তবে এর জন্যে জরুরী না যে তারা সবাই ইউল্যাব এর ছাত্র। বাইরের অনেকেই সেখানে থাকতে পারে। মাঝে মাঝেই দেখা যায় যে বাইরের ছেলেরা সেখানে আড্ডা দিতে এসে গোলমাল পাকানোর ও চেষ্টা করে।
(বিঃদ্রঃ যদি কাল্প্রিটগুলা ইউল্যাব এর ছাত্র হয়ে থাকে তাহলে আশা করব ইউল্যাব ভার্সিটি তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমুলক ব্যাবস্থা গ্রহণ করবে।)
২. আরেকটা কথা, অতীতে লক্ষনীয় যে ইউল্যাব এর কিছু ছাত্র ছাত্রী সাধারণ ব্যাপার নিয়ে ঝগরা বিবাদে মেতে উঠায় ইউল্যাব কতৃপক্ষ তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমুলক ব্যাবস্থা নিয়েছে। সেহেতু এতটা ন্যাক্কারজনক ঘটনার ক্ষেত্রেও ইউল্যাব এর ব্যাতিক্রম করবেনা আশাকরি।
৩. যদি সেই কাল্প্রিটগুলা সত্যি সত্যি ইউল্যাব এর নামধারী ছাত্র হয়েই থাকে তবে তাদের কৃতকর্মের জন্যে ভার্সিটির শিক্ষাব্যাবস্থাকে কেন Point করা হচ্ছে? তার সাথে সকল প্রাইভেট ভার্সিটিকে কেন দোষারোপ করা হচ্ছে? ব্লগার ভাইয়েরা কি একটু ভেবে দেখবেন যে সমাজের এই সকল জানোয়ার কি শুধু পাইভেট ভার্সিটিতেই থাকে? পাবলিক ভার্সিটিতে কি এধরনের ঘটনা ঘটেনা?
৪. অনেকেই বলছেন যে প্রাইভেট ভার্সিটিতে এসবই শেখানো হয়। আমার প্রশ্ন হচ্ছে ভাই যারা প্রাইভেট ভার্সিটি বা পাবলিক ভার্সিটি তে শেখান তারা তো সবাই শিক্ষক। আর এখন ত পাবলিক ভার্সিটির অনেক শিক্ষকই প্রাইভেট ভার্সিটিতে শিক্ষকতা করেন। তার মানে কি????
৫. আরেকটা কথা, ঢালাওভাবে প্রাইভেট ভার্সিটির ব্যাপারে কথা বলার আগে একটু ভেবে দেখবেন যে এ সকল ভার্সিটির আগমন কেন হলো? যদি পাবলিক ভার্সিটি পর্যাপ্ত পরিমানে অধিক সঙ্খ্যক শিক্ষার্থী ধারণে সক্ষম হত তবে প্রাইভেট ভার্সিটির প্রয়োজন হত বলে মনে হয়না। মনে রাখবেন, শিক্ষার অধিকার সবার আছে। যেই ছেলে বা মেয়েটি অনেক টাকা খরচ করে প্রাইভেট ভার্সিটি তে পড়ে শুধুমাত্র জীবনে প্রতিষ্ঠিত হবার জন্যে তার কাছ থেকে এতটুকু দায়িত্বজ্ঞান আমরা আশা করতেই পারি। আর সমাজে নারীদের প্রতি দৈহিক ও মানিসিক অত্যাচার, হত্যা, মাদক এর ব্যাবহার এ সকল কিছু কিন্তু পাবলিক আর প্রাইভেট ভার্সিটি দুই ক্যাটাগরীতে ভাগ করে ঘটেনা। যারা ঘৃনিত আচরন করে তারা সমাজের সব স্তরেই ঘৃণার পাত্র হবে এরুপটা আশা করা কি বাঞ্চনীয় নয়?
৬. কোন একটি ব্যাক্তি বা একটি গ্রুপের কার্যকলাপের জন্যে যদি সম্পুর্ন কমিউনিটিকে দোষারোপ করা হয় তবে আমাদের সাথে ওই Propagandist Resist দের মধ্যে পার্থক্য কোথায় যারা কয়েকজন নামধারী মুসলমানের কৃতকর্মের জন্যে সমস্ত মুসলিম উম্মাহ কে Terrorist আখ্যায়িত করে। ভাইয়েরা, সেই সুত্রে তো আমি, আপনি আমরা সকলেই দোষী।
*এক্ষেত্রে বেশ কিছু বছর আগে ৩১শে ডিসেম্বর রাতে টি এস সি তে ঘটে যাওয়া একটি মেয়েকে শারীরিক ভাবে লাঞ্ছনা করার ঘটনাটি উল্লেখযোগ্য। এক্ষেত্রে সেটা ছিল ঢাকা ভার্সিটি প্রেমিস আর সেখানে বাইরে থেকে আসা অন্যদের সাথে ঢাকা ভার্সিটির ছাত্র ছাত্রীরাও ছিল। তাহলে যদি ঘটনার জন্যে Generalize Comment দেই তাহলে প্রশ্নবোধক চিনহ পরে ঢাকা ভার্সিটির শিক্ষার্থীদের চরিত্রের উপর ও তার শিক্ষাব্যাবস্থা ও এর শিক্ষার মানের উপর।
৭. বিগত বেশ কিছু পাবলিক ভার্সিটির আন্দোলন সংগ্রামে পরিলক্ষিত হয়েছে যে সেখানে প্রাইভেট ভার্সিটির ছাত্র ছাত্রীরাও সতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেছে। সমাজের প্রতিটি স্তরেই তো এরা একসাথে কাধে কাধ মিলিয়ে চলছে। তবে আর বিভক্তিকরণ কেন?
অনুরোধ রইল ব্লগার ভাইয়েরা একটু ভাববেন।
আরেকটা ব্যাপার, প্রাইভেট ভার্সিটির তদন্ত কমিটির প্রতি আস্থা রাখতে পারছেন না। ঠিক আছে, আমিও রাখছিনা। তবে পাবলিক ভার্সিটির তদন্ত কমিটির প্রতি কতটুকু আস্থা রাখা যায়? মোটেই না। যেই লাউ সেই কদু। তবে আমি ব্যাক্তিগতভাবে ইউল্যাব এর বেশ কিছু ঘটনার প্রত্যক্ষদর্শী। তাই আমি বলতে পারি যে এখানে ভিকটিম অবশ্যই বিচার পাবে এবং সেই কালপ্রিটদের উচিত শাস্তি দেয়া হবে যদি তারা ইউল্যাব এর শিক্ষার্থী হয় তবে। ... তবে আমরা আপনারা কেউ ক্ষান্ত হবনা। সেই জানোয়ারদের উচিত শাস্তি না হওয়া পর্যন্ত আমরা থেমে যাবনা।
ইউল্যাব এর শিক্ষার্থীদের প্রতি অনুরোধ রইলঃ
আপনারা কেউ এটা ভেবে বসবেন না যে আপনার আশে পাশে কোন কুলাঙ্গার এর বসবাস নাই। তাই আপনারাও কোন ধরণের সাধারনীকরনের মধ্য দিয়ে যাবেন না প্লিজ। খারাপ বিকৃত মস্তিস্কের অমানুষ সমাজের স্তর মেনে চলেনা। এটা মনে রাখবেন।
দয়া করে সাহায্য করবেন সেই অমানুষগুলো যাতে চিনহিত হয়। হোক তারা ইউল্যাবিয়ান আর নন-ইউল্যাবিয়ান।
মনে রাখবেন, এটা কোন ভার্সিটির বিরুদ্ধে, তার শিক্ষাব্যাবস্থার বিরুদ্ধে বা আপামর সকল শিক্ষার্থীদের বিরুদ্ধে নয়। এটা কিছু মানুষরুপি জানোয়ারের বিরুদ্ধে মনুষ্যত্বর আন্দোলন। এখানে জয়ী হতে হবে আপনাদের আমাদের আমাদের সবার নিরাপত্তার জন্যেই।
আরেকটা কথা, অনেক ব্লগার এরইমধ্যে দাবি তুলেছেন যেন ভিকটিম আপু আর ব্লগার বাইয়া যিনি এই ঘটনা ব্লগিং এর মাধ্যমে সবার দৃষ্টিতে এনেছেন তাদের সামনে আসার জন্যে। কেউ কেউ ভাবছেন এটা নিতান্তই একটা ড্রামা। ইউল্যাব কতৃপক্ষৃ তাদের ভয়ভীতি দেখিয়ে ঘটনাকে ধামাচাপা দিতে চায়। এরকমটি ঘটার সম্ভাবনা খুবই কম। যেখানে ব্লগার রা সোচ্চার। আবার কেউ বলছেন এতে করে তাদের নিরাপত্তা নিশ্চিত হয়না। আমার কথা, ভাইয়া আপনি যদি একা প্রতিরোধ করার সাহস রাখেন, ব্লগিং এর সবার দৃষ্টি আকর্ষন করতে পারেন তবে আপনার এগিয়ে আসা উচিত কালপ্রিটগুলোকে খুজে বের করার জন্যে। তাদের চিন্হিত করার জন্যে। তদন্তের স্বার্থে।
ইউল্যাব এর তদন্ত কমিটি সুষ্ঠুভাবে কাজ করবে এবং আপনারা সকলেই সেই জানোয়ারদের খুজে বের করতে সাহায্য করবেন সেই কামনায় রইলাম।
ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





