
এক লোক ছিল খুবই লোভী প্রকৃতির,সারাটা বেলা কাটতো তার লোভের চিন্তায়!
বিনা পরিশ্রমে,মুফতে খেয়ে জীবন কাটানোর ধান্ধায় থাকতো সদা।
অনাহুত মেহমান বনে উপস্হিত হতো দাওয়াতে! খাবার সংশ্লিষ্ট অায়োজনে গরহাজিরী অসম্ভব তার পক্ষে।
ছোট শিশুরাও পিছু নিয়েই থাকতো তার, সরাতে পারতো না কাছ থেকে।
একবার নিজের কাছ থাকে বাচ্চাগুলো কে সরাতে মিছেমিছি সে বললঃ
'শুন বাচ্চারা! তোমরা সকলে অামার পিছু পড়ে অাছ,অথচ পাশের মহল্লায় দাওয়াতের খাবার অায়োজন চলছে!
যাও তাড়াতাড়ি ওখানে!'
এমন কথা শুনে অবুঝ বাচ্চারা দৌড়ে চলে গেল ওদিকে।
এ কথা বলার পর লোকটি নিজেও চিন্তা করতে লাগল, অাচ্ছা এমনও তো হতে পারে- অাসলেই ওখানে দাওয়াত অায়োজন চলছে! খাওয়া যাবে পেট পুরে!
'তাহলে অামি কেন বসে অাছি!' এই ভেবে লোকটিও দৌড়াতে লাগল বাচ্চাদের পিছুপিছু,দ্রুত!!!
(নাফহাতুল অারব।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




